Birbhum News: গরমের চোটে এসি ঘরে ঘুমোতে গিয়ে মারাত্মক কাণ্ড, বোলপুরের ঘটনা জানলে মাথা ঘুরে যাবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:INDROJIT RUJ
Last Updated:
Birbhum News: এসি ঘরে ঘুমোতে গিয়ে এমন কাণ্ড ঘটবে কে জানত।
বোলপুর: বোলপুর থানার অন্তর্গত ও বোলপুর পৌরসভার অধীন বোলপুরের মহরমপুরের বাগানপাড়া দাস পরিবারের বাড়িতেই ভয়াবহ চুরির ঘটনা ঘটল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে দু’দিন ধরে গোটা বীরভূম গরমে হাঁসফাঁস করছে সকলে। আর সেই জন্য পরিবারের সকল সদস্যরা একসঙ্গে এসি লাগানো ঘরে ঘুমোচ্ছিলেন।
আনুমানিক রাত একটা নাগাদ পরিবারের সদস্যরা সকলেই শুয়েছিলেন। আর তাই যেন কাল হল পরিবারের। সেই সুযোগে চোরের দল বাড়ির সমস্ত জিনিস নিয়ে চম্পট দিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আনুমানিক সাত থেকে আট ভরি সোনার গয়না বেশ কিছু টাকা ও বাড়ির কাঁসার বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। পরিবারের কেউ কিছু বোঝার আগেই চোরের দল পালিয়েছে সমস্ত জিনিস নিয়ে।
advertisement
advertisement
আরও পড়ুন: জঙ্গলের ধারেই ধানজমি, সেখানেই উদ্ধার মৃতদেহ! ভয়ে কাঁপছে গ্রাম
সকাল সাতটা নাগাদ পরিবারের সকল সদস্য যখন ঘুম ভাঙে তখন দেখে তারা যে ঘরটিতে ঘুমোচ্ছিলেন, সেই ঘরটি বাদ দিয়ে সমস্ত ঘরের তালা ভাঙা। পাশাপাশি, সেই সমস্ত ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন বুঝতে পারেন তাদের বাড়িতে চুরি হয়েছে। আর তাতেই মাথায় হাত পরিবারের।
advertisement
আরও পড়ুন: মাংসে হাড় বেশি পেয়ে ‘অগ্নিশর্মা’, বিক্রেতাকে যা শাস্তি দিল গুণধর ভাবা যায় না!
পরিবারের দাবি, এদিন অতিরিক্ত পরিমাণে গরমের জন্যই এসি ঘরে শুয়ে পড়েন সকলে। আর তাতেই যেন কাল হয়ে দাঁড়াল। পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই বোলপুর থানায় জানানো হয়েছে, বোলপুর থানার পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে বেশ কিছু ব্যক্তির নাম পুলিশের কাছে জানানো হয়েছে। তাদের উপর পরিবারের সন্দেহ রয়েছে। তারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
ইন্দ্রজিৎ রুজ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 12, 2023 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: গরমের চোটে এসি ঘরে ঘুমোতে গিয়ে মারাত্মক কাণ্ড, বোলপুরের ঘটনা জানলে মাথা ঘুরে যাবে!