শুধু এই জেলা নয় এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ ভিড় করছেন জলপরী দেখতে। মাত্র ১০০ টাকার বিনিময়ে জলপরী দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কোনও নির্দিষ্ট সময় নেই জলপরী দেখার। এই টিকিট কেটে দীর্ঘক্ষণ জলপরি শো-দেখতে পারছেন দর্শকেরা।
advertisement
এ বিষয়ে মেলায় জলপরী দেখতে আসা দর্শনার্থীরা বলেন, এ-বছর পুরুলিয়ার রাস মেলার অন্যতম আকর্ষণ জলপরী। এই জলপরী দেখার টানেই তারা রাস মেলায় ছুটে এসেছেন। সব সময় গল্পের বইয়ের অথবা কার্টুনে তারা জলপরীর কথা শুনেছেন। কিন্তু এই প্রথমবার সামনে থেকে জলপরী দেখছেন। খুবই ভাল লাগছে তাদের। এরকম প্রদর্শনী আগে কখনও তারা দেখেননি।
এ বিষয়ে উদ্যোক্তা বাবলু আনসারী বলেন, এই প্রথমবার তারা পুরুলিয়ায় জলপরী শো-এর আয়োজন করেছেন। মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন তারা। তারা বিদেশ থেকে এই জলপরী এনেছেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করছেন এই জলপরী শো। নীলচে বড় একটি অ্যাকোরিয়াম। তার মধ্যেই গানের সঙ্গে তাল মিলিয়ে প্রদর্শনী দেখাচ্ছেন জলপরী।
কেউ কেউ যাচ্ছে তার সঙ্গে সেলফি তুলতে, কেউ আবার তৈরি করছেন রিসল ভিডিও। এই ব্যতিক্রমী শো দেখতে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে। ছোট বড় সকলেই এই জলপরী-শো উপভোগ করছেন।





