TRENDING:

Purulia News: নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়

Last Updated:

Purulia News: রাসের আনন্দে মাতোয়ারা পুরুলিয়াবাসী। ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে পুরুলিয়া শহরের রাস উৎসব ও মেলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাসের আনন্দে মাতোয়ারা পুরুলিয়াবাসী। ৭৯ তম বর্ষে পদার্পণ করেছে পুরুলিয়া শহরের রাস উৎসব ও মেলা। সারাবছর জেলার মানুষ এই মেলার অপেক্ষায় থাকেন। প্রায় দেড়মাস ব্যাপী চলে এই মেলা। এ-বছর রাস মেলায় নতুন আকর্ষণ জলপরী। যা রীতিমতো নজর কেড়েছে সকলের‌।
advertisement

শুধু এই জেলা নয় এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষ ভিড় করছেন জলপরী দেখতে। মাত্র ১০০ টাকার বিনিময়ে জলপরী দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। কোনও নির্দিষ্ট সময় নেই জলপরী দেখার। এই টিকিট কেটে দীর্ঘক্ষণ জলপরি শো-দেখতে পারছেন দর্শকেরা।

আরও পড়ুন: জুলাইতে জন্ম, এবার কন‍্যার নাম জানালেন সিদ্ধার্থ-কিয়ারা! নামের অর্থ কী জানেন? খুদের প্রথম ঝলক প্রকাশ‍্যে

advertisement

এ বিষয়ে মেলায় জলপরী দেখতে আসা দর্শনার্থীরা বলেন, এ-বছর পুরুলিয়ার রাস মেলার অন্যতম আকর্ষণ জলপরী। এই জলপরী দেখার টানেই তারা রাস মেলায় ছুটে এসেছেন। সব সময় গল্পের বইয়ের অথবা কার্টুনে তারা জলপরীর কথা শুনেছেন। ‌ কিন্তু এই প্রথমবার সামনে থেকে জলপরী দেখছেন। খুবই ভাল লাগছে তাদের। এরকম প্রদর্শনী আগে কখনও তারা দেখেননি।

advertisement

এ বিষয়ে উদ্যোক্তা বাবলু আনসারী বলেন, এই প্রথমবার তারা পুরুলিয়ায় জলপরী শো-এর আয়োজন করেছেন। মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন তারা। তারা বিদেশ থেকে এই জলপরী এনেছেন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করছেন এই জলপরী শো। নীলচে বড় একটি অ্যাকোরিয়াম। তার মধ্যেই গানের সঙ্গে তাল মিলিয়ে প্রদর্শনী দেখাচ্ছেন জলপরী।

আরও পড়ুন: ঠিক ২ দিনের অপেক্ষা…নভেম্বরের শেষ দিনেই শুক্র-বরুণের মহাসংযোগ! নবপঞ্চম যোগে গোল্ডেন টাইম শুরু হবে বৃষ-সহ ৩ রাশির

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়
আরও দেখুন

কেউ কেউ যাচ্ছে তার সঙ্গে সেলফি তুলতে, কেউ আবার তৈরি করছেন রিসল ভিডিও। এই ব্যতিক্রমী শো দেখতে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে। ছোট বড় সকলেই এই জলপরী-শো উপভোগ করছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল