Astrology: ঠিক ২ দিনের অপেক্ষা...নভেম্বরের শেষ দিনেই শুক্র-বরুণের মহাসংযোগ! নবপঞ্চম যোগে গোল্ডেন টাইম শুরু হবে বৃষ-সহ ৩ রাশির

Last Updated:
Navapancham yog rashifal: শক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এই যোগের কারণে লাভবান হতে চলেছে ৩ টি রাশির জাতক জাতিকারা৷ নভেম্বরের শেষ থেকেই কপাল খুলবে এই ৩ রাশির৷
1/9
গ্রহের স্থান পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় গোচর৷ এই গোচরের ফলে কখনও কখনও অবস্থানের নিরিখে একই দুই গ্রহের মিলনে তৈরি হয় বিশেষ যোগ৷ এই যোগের প্রভাব পড়ে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ যোগের শুভ প্রভাবে খুলে যায় কপাল৷ কু-প্রভাবে জীবনে নেমে আসে অশান্তি৷
গ্রহের স্থান পরিবর্তনকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় গোচর৷ এই গোচরের ফলে কখনও কখনও অবস্থানের নিরিখে একই দুই গ্রহের মিলনে তৈরি হয় বিশেষ যোগ৷ এই যোগের প্রভাব পড়ে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ যোগের শুভ প্রভাবে খুলে যায় কপাল৷ কু-প্রভাবে জীবনে নেমে আসে অশান্তি৷
advertisement
2/9
সুখ ও প্রেমের গ্রহ শুক্র ৩০ নভেম্বর বরুণের সঙ্গে অত্যন্ত শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে। বৈদিক জ্যোতিষে যখন ৯ম ও ৫ম ভাবের অধিপতি গ্রহ একে অপরকে দৃষ্টি দেয়, তখন তাকে নবপঞ্চম যোগ বলা হয়।
সুখ ও প্রেমের গ্রহ শুক্র ৩০ নভেম্বর বরুণের সঙ্গে অত্যন্ত শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করতে চলেছে। বৈদিক জ্যোতিষে যখন ৯ম ও ৫ম ভাবের অধিপতি গ্রহ একে অপরকে দৃষ্টি দেয়, তখন তাকে নবপঞ্চম যোগ বলা হয়।
advertisement
3/9
শক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এই যোগের কারণে লাভবান হতে চলেচে ৩ টি রাশির জাতক জাতিকারা৷ নভেম্বরের শেষ থেকেই কপাল খুলবে এই ৩ রাশির৷
শক্তিশালী নবপঞ্চম যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও এই যোগের কারণে লাভবান হতে চলেছে ৩ টি রাশির জাতক জাতিকারা৷ নভেম্বরের শেষ থেকেই কপাল খুলবে এই ৩ রাশির৷
advertisement
4/9
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম যোগ শুভ হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। নির্ধারিত সময়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম যোগ শুভ হবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। নির্ধারিত সময়ে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
advertisement
5/9
জীবনে ইতিবাচকতা বাড়বে এবং অবিবাহিতদের জীবনে প্রেমের আগমন ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
জীবনে ইতিবাচকতা বাড়বে এবং অবিবাহিতদের জীবনে প্রেমের আগমন ঘটতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে।
advertisement
6/9
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে৷ এই রাশির জাতক জাতিকারা বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের নবপঞ্চম যোগ অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে৷ এই রাশির জাতক জাতিকারা বড় সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। কর্মক্ষমতা বৃদ্ধি পেতে পারে। চাকরিতে পদোন্নতি এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
advertisement
7/9
অর্থনৈতিক অবস্থায় অপ্রত্যাশিত উন্নতি হতে পারে। যদিও খরচ বাড়তে পারে। প্রেমজীবনে গভীরতা আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে।
অর্থনৈতিক অবস্থায় অপ্রত্যাশিত উন্নতি হতে পারে। যদিও খরচ বাড়তে পারে। প্রেমজীবনে গভীরতা আসবে এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে।
advertisement
8/9
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য বরুণ ও শুক্রের নবপঞ্চম যোগ শুভ ফল দিতে পারে। জাতকদের সুখ বাড়তে পারে এবং অর্থলাভের পথ খুলে যেতে পারে।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের জন্য বরুণ ও শুক্রের নবপঞ্চম যোগ শুভ ফল দিতে পারে। জাতকদের সুখ বাড়তে পারে এবং অর্থলাভের পথ খুলে যেতে পারে।
advertisement
9/9
পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসতে পারে। জাতক সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হবেন। সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্ক গভীর হবে। জীবনে শান্তি বজায় থাকবে।
পরিবারের পূর্ণ সমর্থন পাবেন এবং কর্মজীবনে অগ্রগতির সুযোগ আসতে পারে। জাতক সৃজনশীল কাজের প্রতি আগ্রহী হবেন। সম্মান বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্ক গভীর হবে। জীবনে শান্তি বজায় থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
advertisement
advertisement
advertisement