শ্যামল মণ্ডল প্রথমেই ছাত্র-ছাত্রীদের বলেন, মাথা ঠাণ্ডা রেখে বারবার রিভিশন করতে হবে।প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে রেখে উত্তর দিতে হবে। যদি সময়সীমার উপর নিয়ন্ত্রণ না থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর দিতে পারবে না ছাত্র-ছাত্রীরা। ৪ নম্বরের প্রশ্নের জন্য বরাদ্দ ৮ মিনিট।
ইতিহাসে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সাল ও তারিখ মনে রাখা। এ'বিষয়েও দুর্দান্ত টিপস দিয়েছেন তিনি।
advertisement
তিনি বলছেন , সাল ও তারিখ মনে রাখতে গেলে ধারাবাহিকভাবে প্রতিটি চ্যাপ্টার অনুশীলন করতে হবে। প্রত্যেকটি সাল ও তারিখ লিখে , লিখে মনে রাখতে হবে। সমস্ত সাল ও তারিখ মনে রাখার প্রয়োজন নেই। যেগুলি ভীষণভাবে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তার সাল ও তারিখ মনে রাখলেই হবে। এই টিপসগুলোর পাশাপাশি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, '' অযথা ছাত্র-ছাত্রীদের মাথায় প্রেশার দেবেন না। অনেক ক্ষেত্রে পারিবারিক চাপের কারণে ছাত্র-ছাত্রীরা মনোনিবেশ করতে পারেনা।''
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়