এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই মদের ঠেক। অভিযান থেকে প্রায় ৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর। শুধু তাই নয়, বাজেয়াপ্ত হওয়া চোলাই মদ এবং মদের সরঞ্জাম মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
বেআইনি চোলাই মদের প্রতি আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা। তাই পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গাতেই গড়ে উঠছে এই ধরনের বেআইনি চোলাই মদের ঠেক। একই ভাবে দীর্ঘদিন থেকে পুরুলিয়ার কেন্দা থানার বানসা গ্রামে বেআইনি মদের ঠিক তৈরি করেছিল অসাধু ব্যবসায়ীরা। আর সেই অসাধু ব্যবসায়ীদের মদের ঠেক ধুলিস্যাৎ করে দিল কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর।
পুলিশ ও আবগারি বিভাগের আচমকা হানা দেওয়ায় রীতিমতো চক্ষু চড়কগাছে উঠেছিল অসাধু ব্যবসায়ীদের। পুলিশের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। আগামী দিনেও এই ভাবেই চোলাই মদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।
— শর্মিষ্ঠা ব্যানার্জি






