TRENDING:

Purulia News: পুরুলিয়ায় হঠাৎ কী এমন হল? এক বাড়িতে ওটা কী তৈরি হচ্ছে! হুড়মুড় করে ঢুকল পুলিশ, সবার চক্ষু চড়কগাছ!

Last Updated:

Purulia News: গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেশ কয়েকটি চোলাই মদ তৈরির ডেরায় হানা দেয় কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ করতে তৎপর পুরুলিয়া জেলা পুলিশ। বেআইনি মদের বিক্রির বিরুদ্ধে প্রতিনিয়ত চলে পুলিশের কড়া নজরদারি। কিন্তু তার মাঝেও প্রশাসনের নজর এড়িয়ে পুঞ্চার কেন্দা থানার বানসা গ্রামে রমরমিয়ে চলছিল চোলাই মদের বেআইনি কারবার। এই চোলাই মদ গ্রামের বেশকিছু বাড়িতে তৈরি করা হত। আর সেই মদ বাইরে গিয়ে বিক্রি করত অসাধু ব্যবসায়ীরা। অসাধু মদ ব্যবসায়ীদের জ্বালায় রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রামবাসীরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেশ কয়েকটি চোলাই মদ তৈরির ডেরায় হানা দেয় কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর।
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান
বেআইনি মদের বিরুদ্ধে অভিযান
advertisement

এই অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় চোলাই মদের ঠেক। অভিযান থেকে প্রায় ৬০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর। শুধু তাই নয়, বাজেয়াপ্ত হওয়া চোলাই মদ এবং মদের সরঞ্জাম মাটিতে ফেলে নষ্ট করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: নতুন রাজ্য সভাপতির বরণ অনুষ্ঠানে কেন ডাকা হল না দিলীপ ঘোষকে? সুকান্ত-শমীক যা বলে দিলেন, অবাক সকলে! তাহলে কি বিজেপিতে শেষ দিলীপ-পর্ব?

advertisement

বেআইনি চোলাই মদের প্রতি আকৃষ্ট হচ্ছেন সুরাপ্রেমীরা। ‌তাই পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন জায়গাতেই গড়ে উঠছে এই ধরনের বেআইনি চোলাই মদের ঠেক। একই ভাবে দীর্ঘদিন থেকে পুরুলিয়ার কেন্দা থানার বানসা গ্রামে বেআইনি মদের ঠিক তৈরি করেছিল অসাধু ব্যবসায়ীরা। আর সেই অসাধু ব্যবসায়ীদের মদের ঠেক ধুলিস্যাৎ করে দিল কেন্দা থানার পুলিশ ও আবগারি দফতর।

advertisement

View More

পুলিশ ও আবগারি বিভাগের আচমকা হানা দেওয়ায় রীতিমতো চক্ষু চড়কগাছে উঠেছিল অসাধু ব্যবসায়ীদের। ‌পুলিশের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। আগামী দিনেও এই ভাবেই চোলাই মদের বিরুদ্ধে ক্রমাগত অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

— শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ায় হঠাৎ কী এমন হল? এক বাড়িতে ওটা কী তৈরি হচ্ছে! হুড়মুড় করে ঢুকল পুলিশ, সবার চক্ষু চড়কগাছ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল