Dilip Ghosh: নতুন রাজ্য সভাপতির বরণ অনুষ্ঠানে কেন ডাকা হল না দিলীপ ঘোষকে? সুকান্ত-শমীক যা বলে দিলেন, অবাক সকলে! তাহলে কি বিজেপিতে শেষ দিলীপ-পর্ব?
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Dilip Ghosh: বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শমীক ভট্টাচার্যের উপরেই ভরসা রেখেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তাঁর নিপাট বাঙালি ভদ্রলোক ইমেজ, যে কোনও রাজনৈতিক বিষয়ে পরিমিত এবং উপযুক্ত বক্তব্য রাখার ক্ষমতা, সর্বোপরি দলের প্রতি আনুগত্য৷ একের বেশি কারণে শমীক ভট্টাচার্যকেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে নির্বাচন করেছেন নেতৃত্ব৷
advertisement
বৃহস্পতিবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে হল শমীক ভট্টাচার্যের রাজ্য সভাপতি নির্বাচন ও অভিনন্দন সমারোহ অনুষ্ঠান। সেখানে দলের বড়, মাঝারি সব নেতা উপস্থিত থাকলেও নেই দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলাবাহুল্য, দিলীপ ঘোষকে আমন্ত্রণই জানানো হয়নি এই অনুষ্ঠানে। কিন্তু কেন আমন্ত্রণ জানানো হল না দিলীপকে?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন 'বাংলার জন্য বিজেপিই যথেষ্ট'। নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ। তিনি বলেন, 'আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করিনি। দল গঠন করার দরকার নেই। সত্তর বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। আলাদা দল করার দরকার নেই। আমরা ওই ধরণের রাজনীতি করি না'।
advertisement
দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে আপাতত দূরেই আছেন দিলীপ ঘোষ। বিয়ের পরপর সস্ত্রীক দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি। এতে বিজেপির অভ্যন্তরে প্রবল ক্ষোভ ছড়ায়। দিলীপ ঘোষও ক্ষোভের প্রত্যুত্তর দেন। তারপর থেকে ক্রমে সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে আছেন তিনি। বাদ রইলেন নতুন রাজ্য সভাপতির স্বাগত অনুষ্ঠানেও।






