আরও পড়ুনঃ পরপর দু’বার অজ্ঞান! দিল্লির AIIMS-এ ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
নিজের ব্লক অফিসের টেবিলের উপর রেখেছেন একটি চকলেটের বাক্স। অনেকেই অবাক হন বিডিও অফিসে গিয়ে চকলেটের এই বাক্স দেখে। যে কেউ বিডিওর কাছে কোনও সমস্যা নিয়ে আসলে তার সেই সমস্যা যেমন ধৈর্য সহকারে তিনি শোনেন, ঠিক তেমন ফিরে যাওয়ার সময় সেই ব্যক্তির হাতে একটি করে চকলেট তুলে দেন তিনি।
advertisement
এ বিষয়ে আড়ষা ব্লকের বিডিও গোপাল সরকার বলেন, ব্লক অফিসে মানুষ নিজের সমস্যা নিয়ে আসেন। অনেক সময় তাদের সেই সমস্যা সমাধান হয় আবার অনেকেই মন ভার করে ফিরে যান। সরকারি আধিকারিক মানেই সকলে ভাবেন সেখানে মন খুলে কথা বলা যায় না। কিন্তু তাঁদের হাতে যদি এক টাকার একটি চকলেট তুলে দেওয়া হয় তাহলে তাঁদের সঙ্গে দূরত্ব কিছুটা হলেও কম হয়।
মানুষের মনের কাছাকাছি পৌঁছাতে এই উদ্যোগ তাঁর। এ বিষয়ে ব্লক অফিসে আসা মানুষজন বলেন, তাঁরা নিজেদের সমস্যা নিয়ে এই ব্লকে এলে তাঁদের সমস্যা সমাধান হয়। বিডিও ব্যবহারও যথেষ্ট ভাল। সকলের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা খুবই ভাল। এলাকার মানুষের মনের মানুষ হয়ে উঠতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন আড়ষা ব্লকের বিডিও। তার এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ।





