Jagdeep Dhankhar hospitalised: পরপর দু’বার অজ্ঞান! দিল্লির AIIMS-এ ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

Last Updated:

Jagdeep Dhankhar hospitalised: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহান্তে পরপর দু’বার অজ্ঞান হয়ে পড়েন তিনি।

News18
News18
নয়াদিল্লি: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সোমবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহান্তে পরপর দু’বার অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ৭৪ বছর বয়সি জগদীপ ধনখড় ১০ জানুয়ারি প্রথমবার অসুস্থবোধ করেন। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শের জন্য তিনি AIIMS-এ গেলে, সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ প্রায় উপসর্গহীন এই রোগ! নীরবে শরীরে বাসা বাঁধে HPV, বছর পরে ডেকে আনে সার্ভিক্যাল ক্যানসার সতর্ক করছেন বিশেষজ্ঞরা
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওয়াশরুমে যাওয়ার সময় দু’বার অজ্ঞান হয়ে পড়েন প্রাক্তন উপরাষ্ট্রপতি। এরপরই বিস্তারিত মেডিক্যাল মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়। সোমবার নিয়মিত চেকআপে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি থাকার পরামর্শ দেন।
advertisement
advertisement
সূত্র অনুযায়ী, ধনখড়ের শারীরিক অবস্থার মূল্যায়নে এমআরআই-সহ একাধিক পরীক্ষা করা হবে। সাম্প্রতিক মাসগুলিতে বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একাধিকবার অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে তাঁর। কচ্ছের রণ, উত্তরাখণ্ড, কেরল এবং দিল্লিতে অনুষ্ঠানের সময় ব্ল্যাক আউট হয়ে যায় বলে জানিয়েছেন এক আধিকারিক।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সেই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। ইস্তফার পর খুব সীমিত সংখ্যক অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা নিয়ে ধনখড় বা তাঁর পরিবারের তরফে কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar hospitalised: পরপর দু’বার অজ্ঞান! দিল্লির AIIMS-এ ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement