TRENDING:

Purulia News: গানের সুরে তিনি 'সমাজের ডাক্তার'! ডেঙ্গু থেকে শৌচালয়, বাউলে মিলছে সমাজ বদলের অক্সিজেন

Last Updated:

Purulia News: সমাজ সচেতনতার দূত বিধান কালিন্দী আজ বাউল গানে বদলে দিচ্ছেন গ্রামবাংলা। তাঁর সুর, কথার গভীরতায় বদলে দিচ্ছেন গ্রামবাংলার জীবনচিত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের বাউল শিল্পী বিধান কালিন্দী টানা বাইশ বছর ধরে নিজের বাউল গানের সুরে গ্রামবাংলার মানুষের মনে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক সচেতনতার আলো। কখনও গ্রামের সরু পথ ধরে ঘুরে বেড়িয়ে, কখনও আবার সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি তুলে ধরেন সমাজ সচেতনতার বার্তা।
advertisement

ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে শৌচালয় ব্যবহারের গুরুত্ব, সব ধরনের সচেতনতামূলক প্রচার তিনি তার গানের মাধ্যমে সহজ ভাষায় পৌঁছে দেন মানুষের হৃদয়ে। তাঁর এই নিরলস প্রচেষ্টা আজ এলাকায় এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিধান কালিন্দীর দলে রয়েছেন আরও ছয়জন বাউল শিল্পী, যারা তাঁর গানের সঙ্গেই সামাজিক বার্তা ছড়িয়ে দেন। কাশীপুর ব্লকের ভাটিন গ্রামের বাসিন্দা বিধান কালিন্দী জানান, “প্রায় ২২ বছর ধরে আমি এই গান গেয়ে আসছি।

advertisement

আরও পড়ুন: মাঝরাস্তায় হাঁফাতে হাঁফাতে বসে পড়ল বুড়ো ষাঁড়, পাশে দাঁড়িয়ে ট্রাফিক ওসির আদর-যত্ন! নিরাপত্তায় দেওয়া হল ব্যারিকেড

বর্তমানে আমি এবং আমার দলের সব সদস্যই সরকারি ভাতা পাই। সরকারি সাহায্যের ফলে আমরা পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই সচেতনতামূলক গান পরিবেশন করে মানুষকে সচেতন করছি। আগামী দিনেও আমরা চাই সব জায়গায় আমাদের গানের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছে দিতে।” তিনি আরও বলেন, “আমাদের ভাতা প্রদান ও সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গানের সুরে তিনি 'সমাজের ডাক্তার', বাউলে মিলছে সমাজ বদলের অক্সিজেন
আরও দেখুন

তিনি আরও বলেন, এতে আমাদের শিল্পচর্চা যেমন উৎসাহ পেয়েছে, তেমনই মানুষের সেবায় কাজ করতেও সুবিধা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও সরকার আমাদের পাশে থাকুক।” সমাজ সচেতনতার দূত বিধান কালিন্দী আজ বাউল গানে বদলে দিচ্ছেন গ্রামবাংলা। তাঁর সুরের মাধুর্য, কথার গভীরতা আর সমাজের প্রতি দায়বদ্ধতা মিলে তিনি বদলে দিচ্ছেন গ্রামবাংলার জীবনচিত্র।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: গানের সুরে তিনি 'সমাজের ডাক্তার'! ডেঙ্গু থেকে শৌচালয়, বাউলে মিলছে সমাজ বদলের অক্সিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল