পরিদর্শনের সময় দফতরের কর্মীরা মাটি কাটার অংশটি সুক্ষ্মভাবে পরীক্ষা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। যদিও কেউই এই অবৈধ কারবার সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তবুও পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে প্রশাসন এবার কঠোর অবস্থান নিয়েছে। এবার থেকে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে অবৈধ মাটি উত্তোলন রুখতে নিয়মিত নজরদারি চালাবে প্রশাসন।
আরও পড়ুন: বিরাট স্বস্তি! ৩ শাবক নিয়ে বাঁকুড়া ছাড়ছে দলমার হাতির দল! লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা বন দফতরের
advertisement
রঘুনাথপুর শহরের বাসিন্দা শান্তনু চ্যাটার্জী জানান, “পাহাড়ের পাদদেশে অবাধে মাটি উত্তোলন চলছে। দিনের পর দিন লুঠ হচ্ছে প্রাকৃতিক সম্পদ। রাতের অন্ধকারে ও ভোরবেলায় এ কাজ করছে চোরা কারবারিরা।” অন্যদিকে রঘুনাথপুর এক নং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক বিক্রম মুখার্জী বলেন, “সমস্যার স্থায়ী সমাধানে জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে নিয়মিত নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেআইনি মাটি উত্তোলন রোধে অতিরিক্ত কর্মী মোতায়েন, টহল বৃদ্ধি এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দফতরের এই সক্রিয় উদ্যোগে এলাকাবাসীরাও স্বস্তি প্রকাশ করেছেন। তাদের আশা, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত টহলের ফলে এবার পাহাড়ের পাদদেশে বেআইনি মাটি চুরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।






