একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা পরিবারের সদস্যদের জানাতেই ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা ও টামনা থানার পুলিশ। রবিবার রাত থেকেই শুরু হয় উদ্ধারকার্য। রবিবার গভীর রাত পর্যন্ত যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকাল থেকে সিভিল ডিফেন্সের টিম শুরু করে তল্লাশি।
advertisement
এ বিষয়ে ওই যুবকের বাবা পবন পান্ডে বলেন , দুপুর বেলাতে তার ছেলে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তিনি জানতেন না ছেলে কাঁসাই নদীতে গেছে। সেখানে যাওয়ার পর বন্ধুদের সঙ্গে জলে নেমে ফটো তুলছিল তারপরেই সে তলিয়ে যায়। অন্যান্য বন্ধুরা বাড়ি ফিরে গেলেও তার ছেলের কোনও খোঁজ নেই। এটা কি নিছকই কোনও দুর্ঘটনা নাকি রয়েছে এর পিছনে রয়েছে কোনও ষড়যন্ত্র সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে যুবকের এক আত্মীয় লাল জি পান্ডে বলেন , ঠিক কি ঘটনা ঘটেছে তা তাদের কাছে স্পষ্ট নয়। কারণ পীযুষ পান্ডের সঙ্গে আসলে কি ঘটেছে সে বিষয়ে তার বন্ধুরা স্পষ্টভাবে কোনও কিছু জানাচ্ছে না। তারা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। ওই যুবকের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত দিক থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি