TRENDING:

মশাদের যম, গপাগপ খাবে লার্ভা! পুরুলিয়ার বাঁধে নামল ‘মশা দমন বাহিনী’

Last Updated:

শহরের ২৩-টা ওয়ার্ডে মোট ৬০ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে। নাজির বাঁধে চার হাজার মাছ ছাড়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : বর্ষায় ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে দেখা যায় সর্বত্র। পুরুলিয়া জেলা জুড়েও ডেঙ্গি, ম্যালেরিয়ায় আক্রান্তের খবর মিলেছে। মূলত পুকুর ও জলাশয়গুলিতে মশার লার্ভা জমার কারণে এই সময় মশার পরিমাণ বেড়ে যায়। তাই মশার সংখ্যা যাতে না বাড়ে, তার জন্য পুরুলিয়া শহরের বিভিন্ন জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নিয়েছে পুরুলিয়া পৌরসভা।
advertisement

এইদিন পুরুলিয়া শহরের তিন নম্বর ওয়ার্ডের নাজির বাঁধে গাপ্পি মাছ ছাড়া হয়। স্কুল পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে তাদের হাত দিয়েই এই মাছ পুকুরের জলে ছাড়া হয়।  এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার পুরপ্রধান নবেন্দু মাহালী বলেন, পুরুলিয়া শহরের ২৩-টা ওয়ার্ডে মোট ৬০ হাজার গাপ্পি মাছ ছাড়া হয়েছে।

আরও পড়ুন : রাত নামলে শুরু হচ্ছে ওদের তাণ্ডব, যা খুশি, তাই করছে ওরা! চিন্তায় ঘুম নেই চোখে

advertisement

তার মধ্যে এই নাজির বাঁধও তালিকায় ছিল। এই বাঁধে চার হাজার মাছ ছাড়া হয়েছে। যে হারে মশার পরিমাণ বাড়ছে, মশা দমন করতে গাপ্পি মাছই তার একমাত্র অস্ত্র। এর ফলে মশা বৃদ্ধির সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন : বান্ধবীর প্রাণ বাঁচাতে গিয়ে ফেঁসেছিলেন! এবার তিন ছাত্রের সঙ্গে যা করল তাঁর পরিবার, শুনলে হাঁ হয়ে যাবেন

advertisement

এ বিষয়ে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুনয় কবিরাজ বলেন , পড়ুয়াদের মধ্যে জন সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে, তাদের হাত দিয়েই নাজির বাঁধে গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি নেওয়া হয়। এরই পাশাপাশি দ্রুত এই বাঁধ সংস্কারের কথা বলেন তিনি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিগত বছরগুলির তুলনায় এ বছর বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে জেলায়। এর ফলে মশা, মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। তাই মশা নিয়ন্ত্রণ করতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ পৌরসভার। ‌পুরুলিয়া পৌরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মশাদের যম, গপাগপ খাবে লার্ভা! পুরুলিয়ার বাঁধে নামল ‘মশা দমন বাহিনী’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল