রাত নামলে শুরু হচ্ছে ওদের তাণ্ডব, যা খুশি, তাই করছে ওরা! চিন্তায় ঘুম নেই চোখে

Last Updated:

গ্রামের প্রবেশপথে অসামাজিক কার্যকলাপ। কখনও জমি থেকে তুলে নিয়ে যাচ্ছে পটল, কখনও কলা কাঁদি নিয়ে চম্পট।

+
গ্রামে

গ্রামে ঢোকার প্রধান রাস্তা।

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: প্রখর রোদ কিংবা বজ্রপাতসহ বৃষ্টিতে সাধারণ মানুষ যখন নিরাপদে আশ্রয় নেয় বাড়িতে, তখন সন্তানসম ফসল বাঁচাতে কৃষক থাকেন মাঠে। কিন্তু সেই অন্নদাতাদের ঘুম উঠেছে দুশ্চিন্তায়। রাত দশটা বাজলেই গ্রামে ঢোকার প্রধান পথের পাশে একাধিক জায়গায় বসে অপকর্মের আসর। সকলেই যে এলাকার, তা নয়। দূর দূরান্ত থেকেও মানুষজন নির্জন এই জায়গায় আসর বসান।
আর তারই নিদর্শন হিসেবে প্রায়শই রাস্তার পাশে দেখা যায় খালি বোতল কাচের, বোতল ভাঙা কিংবা অন্যান্য  খাবারের শেষ অংশ। চরম অমানবিক এবং অসামাজিক কিছু মানুষ কৃষকদের সর্বনাশ করছেন। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের লক্ষ্মীনাথপুর ডাঙা মাঠ এলাকাযর ঘটনা। সহজ সরল কৃষকদের প্রতিবাদ খুব একটা কাজ হয় না, তাই জানান স্থানীয় জনপ্রতিনিধিদের।
advertisement
advertisement
এলাকার দিলীপ প্রামানিক নামে এক কৃষকের পটলের জমি থেকে অগ্নিমূল্য ফসলের প্রায় এক এক মন তুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। যার বাজারদর প্রায় ২-৩ হাজার টাকা। আবার কখনও কলার কাঁদি কেটে নিয়ে যাচ্ছে। যার বাজারদর প্রায় ২০০০ টাকা। এছাড়াও বেশ কয়েকটি রাস্তার পাশে শুকোতে দেওয়া সারিবদ্ধ পাটকাঠির গাদা নষ্ট করা হচ্ছে। কোথাও ফেলে নষ্ট করা হয়েছে, কোথাও ধরিয়েছে আগুন। স্থানীয় বাপি ধারার এইরকম বেশ কয়েকটি গাদা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন হাজার টাকা।
advertisement
ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো সব মিলিয়ে ছয় থেকে সাত হাজার টাকার হবে। কিন্তু, বর্তমান অগ্নি মূল্য সার কীটনাশক ঔষধের বাজারে সেটাই তাদের ক্ষেত্রে অনেকটা। যেখানে চাষে অনুপ্রেরণা জোগানোর জন্য সরকার নানান রকম আয়োজন করছে, সেখানে কৃষকদের ফসল এভাবে নষ্ট হতে দেখে সকলেই তীব্র ধিক্কার জানাচ্ছেন। তাদের মতে শুধু প্রতিবাদ জানালেই হবে না, দরকার জনপ্রতিরোধ।
advertisement
তাই স্থানীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে খবর। গ্রামে ঢোকার এই প্রধান পথে বিশেষ নজরদারি রাখার কথাও বলা হচ্ছে। কারণ গ্রামে ঢোকার এই পথে নেই সিসি ক্যামেরা। তবে এলাকাবাসীরা জানাচ্ছেন, সম্প্রতি লক্ষ্মীনাথপুর ঢোকার মুখে পুলের উপরে জলস্তর বৃদ্ধি হয়েছে।
advertisement
আর সেই কারণে কয়েকদিন পুলিশি টহলদারি ছিল না। সেই সুযোগেই হয়ত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। শাসক হোক কিংবা বিরোধী, প্রত্যেকেই দাবি তুলেছেন এলাকায় কিংবা পার্শ্ববর্তী এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ করতে হবে। অবৈধভাবে যারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা প্রয়োজন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের মতে, মাঝেমধ্যেই ধরপাকড় চললে বিষয়টি নিয়ন্ত্রণ থাকবে। রাতে এই এলাকা দিয়েই প্রয়োজন মাফিক মহিলারাও যাতায়াত করেন। জায়গাটি দুটি পঞ্চায়েত এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। সেখানে যাতে পুলিশের নজরদারি বাড়ে, সে ব্যাপারে দাবি জানিয়েছেন পথ চলতি সাধারণ মানুষ থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাত নামলে শুরু হচ্ছে ওদের তাণ্ডব, যা খুশি, তাই করছে ওরা! চিন্তায় ঘুম নেই চোখে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement