জমা জলে বিপর্যস্ত জীবন! পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা, উপপ্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

কোথাও কোমর সমান, কোথাও হাঁটুর উপর জল। গ্রামবাসীদের ঘরবাড়ির মধ্যেও জল ঢুকে গিয়েছে

+
পঞ্চায়েত

পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা

কালীনারায়ণপুর, নদিয়া, মৈনাক দেবনাথঃ জমা জলের সমস্যায় বিপর্যস্ত গ্রামবাসী। পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ। কালীনারায়ণপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ১৮৩ নম্বর বুথ এলাকা দীর্ঘদিন ধরে জলমগ্ন। বিস্তীর্ণ এই এলাকায় বসবাস করেন আদিবাসী সম্প্রদায়ের একাধিক পরিবার। সঠিক নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জল দিন দিন আরও মারাত্মক আকার নিচ্ছে।
কোথাও কোমর সমান, কোথাও হাঁটুর উপরে জল। গ্রামবাসীদের ঘরবাড়ির মধ্যেও জল ঢুকে গিয়েছে। ফলে বহু পরিবার ঘরছাড়া হতে বাধ্য হয়েছে। দীর্ঘদিন ধরে জলমগ্ন থাকার ফলে নানান শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে বাসিন্দাদের। বারবার অভিযোগ জানিয়েও পঞ্চায়েত থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুনঃ চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে ‘নুন চোরের’ উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ
গ্রামবাসীদের দাবি, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চিটফান্ড দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছেন উপপ্রধান। কিন্তু এলাকার সমস্যাগুলিতে কর্ণপাত না করে উল্টে গ্রামবাসীদের হেনস্থা করেন বলেই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। ফলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। গ্রামবাসীরা পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান এবং তালা ঝুলিয়ে দেন। তাঁদের প্রশ্ন, এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে?
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে নদীর জলস্তরও ক্রমশ বাড়ছে। সামনে ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জমা জলে বিপর্যস্ত জীবন! পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন গ্রামবাসীরা, উপপ্রধানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement