চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে 'নুন চোরের' উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ

Last Updated:

চোরেরা বেছে-বেছে একটি নির্দিষ্ট কোম্পানির লবণের বস্তাই নিয়ে গিয়েছেন

চারচাকা গাড়ি নিয়ে লবণ চুরি। প্রতীকী ছবি
চারচাকা গাড়ি নিয়ে লবণ চুরি। প্রতীকী ছবি
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ চারচাকা গাড়ি নিয়ে কালনায় লবণ চুরি। ভদ্রলোকের পোশাক পরিহিত দুই ব্যক্তি চারচাকা গাড়ি থেকে নেমেই এদিক-ওদিক তাকিয়ে রাস্তার ধারে মুদিখানা দোকানের সামনে রাখা পাঁচ বস্তা নুন নিয়ে উধাও! লবণ চুরি করতে চারচাকা গাড়ির ব্যবহার? বুধবার এক সিসিটিভি ফুটেজ সামনে আসার পরে শোরগোল শুরু হয়েছে কালনা থানার অন্তর্গত নিভুজি মোড় এলাকায়।
বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ কালনা থানার অন্তর্গত নিভুজি মোড়ে ঘটনাটি ঘটেছে। এখানকার পীযূষ মন্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, চোরেরা একটি চারচাকা গাড়ি নিয়ে দোকানের সামনে হাজির হয়েছে। একটু এদিক-ওদিক দেখে দোকানের সামনে রাখা একটি নামি ব্র্যান্ডের লবণের পাঁচ বস্তা গাড়িতে তুলে নিয়ে হাওয়া হয়ে যান।
আরও পড়ুনঃ ময়নাতদন্তের দু’রকম রিপোর্ট! বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
জানা যাচ্ছে, চোরেদের পরনে ছিল ভদ্রলোকের পোশাক। দোকানের মালিক পীযুষ মণ্ডল বলেন, এই ব্যাপারে আমি কালনা থানায় লিখিত অভিযোগ জানাব। এই চুরির কথা জানাজানি হতেই পূর্বের আরও দু’টি নুন চুরির ঘটনা সামনে আসে।
advertisement
advertisement
বেশ কিছুদিন আগে কালনার জিউধারার একচাকা মোড় এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ায় দু’টি লবণ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। তবে চোরেরা বেছে-বেছে একটি নির্দিষ্ট কোম্পানির লবণের বস্তাই নিয়ে গিয়েছেন। অন্য আরেকটি কোম্পানির লবণ তাঁরা সেখানেই ফেলে চলে যান। চারচাকা গাড়ি করে এসে লবণ চুরির বিষয়টি হাস্যকর মনে হলেও কালনা শহরে গত কয়েক দিনে নাকি এমনই ঘটনা ঘটছে। বুধবার এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে 'নুন চোরের' উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement