চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে 'নুন চোরের' উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
চোরেরা বেছে-বেছে একটি নির্দিষ্ট কোম্পানির লবণের বস্তাই নিয়ে গিয়েছেন
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ চারচাকা গাড়ি নিয়ে কালনায় লবণ চুরি। ভদ্রলোকের পোশাক পরিহিত দুই ব্যক্তি চারচাকা গাড়ি থেকে নেমেই এদিক-ওদিক তাকিয়ে রাস্তার ধারে মুদিখানা দোকানের সামনে রাখা পাঁচ বস্তা নুন নিয়ে উধাও! লবণ চুরি করতে চারচাকা গাড়ির ব্যবহার? বুধবার এক সিসিটিভি ফুটেজ সামনে আসার পরে শোরগোল শুরু হয়েছে কালনা থানার অন্তর্গত নিভুজি মোড় এলাকায়।
বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ কালনা থানার অন্তর্গত নিভুজি মোড়ে ঘটনাটি ঘটেছে। এখানকার পীযূষ মন্ডলের মুদিখানা দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, চোরেরা একটি চারচাকা গাড়ি নিয়ে দোকানের সামনে হাজির হয়েছে। একটু এদিক-ওদিক দেখে দোকানের সামনে রাখা একটি নামি ব্র্যান্ডের লবণের পাঁচ বস্তা গাড়িতে তুলে নিয়ে হাওয়া হয়ে যান।
আরও পড়ুনঃ ময়নাতদন্তের দু’রকম রিপোর্ট! বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
জানা যাচ্ছে, চোরেদের পরনে ছিল ভদ্রলোকের পোশাক। দোকানের মালিক পীযুষ মণ্ডল বলেন, এই ব্যাপারে আমি কালনা থানায় লিখিত অভিযোগ জানাব। এই চুরির কথা জানাজানি হতেই পূর্বের আরও দু’টি নুন চুরির ঘটনা সামনে আসে।
advertisement
advertisement
বেশ কিছুদিন আগে কালনার জিউধারার একচাকা মোড় এবং পার্শ্ববর্তী আশ্রমপাড়ায় দু’টি লবণ চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। তবে চোরেরা বেছে-বেছে একটি নির্দিষ্ট কোম্পানির লবণের বস্তাই নিয়ে গিয়েছেন। অন্য আরেকটি কোম্পানির লবণ তাঁরা সেখানেই ফেলে চলে যান। চারচাকা গাড়ি করে এসে লবণ চুরির বিষয়টি হাস্যকর মনে হলেও কালনা শহরে গত কয়েক দিনে নাকি এমনই ঘটনা ঘটছে। বুধবার এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 8:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চারচাকা গাড়ি নিয়ে চুরি, রাজ্যে 'নুন চোরের' উপদ্রব! হাওয়া হয়ে যাচ্ছে নামি কোম্পানির লবণ