ময়নাতদন্তের দু'রকম রিপোর্ট! বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য, ময়নাতদন্তের দু'রকম রিপোর্ট সামনে আসায় ধোঁয়াশার সৃষ্টি হয়েছে
আড়ষা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ দিন যত এগোচ্ছে ততই ঘনীভূত হচ্ছে রহস্য। বিষ্ণু কুমারের মৃত্যু ঘিরে তৈরি হচ্ছে একাধিক জট। কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার বিষ্ণু কুমারের মৃত্যুর তদন্তভার গেল সিআইডির হাতে। আদালত পরিষ্কার জানিয়েছে, এই তদন্ত স্থানীয় পুলিশ নয়, সিআইডি করবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘স্থানীয় পুলিশ খোলা মনে তদন্ত করতে পারছে না। তাই সঠিকভাবে অনুসন্ধান করতে সিআইডিকে তদন্তভার দেওয়া হচ্ছে’।
বিষ্ণু কুমারের ময়না তদন্তের রিপোর্টে বৈপরীত্য সামনে এসেছে। সেই কারণেই সিআইডিকে তদন্তভার দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, বিষ্ণুর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর অন্তত ২৪ ঘণ্টা আগে সেই আঘাত লেগেছিল। অথচ প্রথম ময়নাতদন্তের রিপোর্টে লেখা ছিল, শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। সেখানে স্পষ্ট লেখা ছিল, হৃদ্যন্ত্র, কিডনি ও যকৃতের জটিলতার কারণেই মৃত্যু হয়েছে বিষ্ণুর। ময়নাতদন্তের দু’রকম রিপোর্ট সামনে আসায় ধোঁয়াশার সৃষ্টি হয়।
advertisement
আরও পড়ুনঃ যাত্রাশিল্প বাঁচাতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের, শিল্পীমহলে উচ্ছ্বাস
মঙ্গলবার বিচারপতি নির্দেশ দেন, সিআইডির হোমিসাইড শাখা এই মৃত্যু রহস্যের তদন্ত করবে। এই বিষয়ে বিষ্ণু কুমারের ভাই সমন কুমার বলেন, আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁরা সহমত। সিআইডির উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, আড়ষার বিষ্ণু কুমারের মৃত্যু রহস্যের জট যেন কোনওভাবেই কাটছে না। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। প্রকৃত সত্য উদঘাটনে এবার সিআইডির উপর আস্থা রাখল আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 8:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ময়নাতদন্তের দু'রকম রিপোর্ট! বিষ্ণু কুমারের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট