যাত্রাশিল্প বাঁচাতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের, শিল্পীমহলে উচ্ছ্বাস

Last Updated:

সময়ের সঙ্গে যাত্রার পুরনো জনপ্রিয়তা ম্লান হয়েছে, এই আবহে এগিয়ে এল রাজ্য সরকার

+
যাত্রাশিল্প

যাত্রাশিল্প বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার

পূর্বস্থলী, বনোয়ারীলাল চৌধুরীঃ গ্রামবাংলার সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যাত্রা। একসময় গ্রামেগঞ্জে নানা অনুষ্ঠানে যাত্রা মানেই ছিল উৎসবের আবহ। কয়েক বছর আগেও এই শিল্পকে ঘিরে ছিল এক বিশেষ উন্মাদনা। তবে সময়ের সঙ্গে যাত্রার সেই জনপ্রিয়তা ম্লান হয়েছে। এই পরিস্থিতিতে হাতে গোনা কিছু যাত্রাদল ও শিল্পী এখনও নিজেদের আবেগ ও পরিশ্রম দিয়ে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় এই হারিয়ে যাওয়া শিল্পকে নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে দিতে ও যাত্রার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার।
রাজ্যের উদ্যোগে পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে যাত্রা শিল্পের নবীন প্রতিভা খোঁজে অভিনয় শিক্ষণ কর্মশালা। মঙ্গলবার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নজরুল মঞ্চে কর্মশালার সূচনা হয়, আগামী ২৫ আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য বলেন, এটি অত্যন্ত ভাল একটি উদ্যোগ। এতে শিল্পীদের কর্মসংস্থানও হতে পারে। এছাড়া এই শিল্পের প্রসার ঘটবে।
advertisement
আরও পড়ুনঃ মণ্ডপে প্রতিবাদের ঝড়, নারীশক্তি নিয়ে বিশেষ বার্তা! কুর্নিশ জানানোর মতো থিম করছে কাঁথির ‘এই’ ক্লাব
এই বিশেষ দিনে যাত্রার জনক মতিলাল রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মণ্ডল সহ বিশিষ্টজনেরা। নতুন প্রতিভা গড়ে তোলা ও যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই এই অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু অভিনয় শিক্ষণ কর্মশালা নয়, ভবিষ্যতে যাত্রাশিল্পীদের জন্য নানা প্রশিক্ষণ, মঞ্চায়ন ও সহায়তা প্রকল্পের কথাও ভাবা হচ্ছে। স্থানীয় তরুণ তরুণীদের অংশগ্রহণ এই শিল্পকে ফের প্রাণবন্ত করে তুলবে বলেই আশাবাদী আয়োজকরা। তাঁদের মতে, যাত্রা শুধু একটি বিনোদন নয়, এটি বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ। তাই নতুন প্রজন্ম যদি এই শিল্পে আগ্রহী হয়ে এগিয়ে আসে, তবে হয়তো যাত্রা ফের তাঁর হারানো জৌলুস ফিরে পাবে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যাত্রাশিল্প বাঁচাতে অভিনব উদ্যোগ রাজ্য সরকারের, শিল্পীমহলে উচ্ছ্বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement