বান্ধবীর প্রাণ বাঁচাতে গিয়ে ফেঁসেছিলেন! এবার তিন ছাত্রের সঙ্গে যা করল তাঁর পরিবার, শুনলে হাঁ হয়ে যাবেন

Last Updated:

তাঁকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তিন বন্ধু। তিন পড়ুয়া উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে পুলিশকে।

প্রতিকী ছবি।
প্রতিকী ছবি।
জলপাইগুড়ি, শান্তনু কর : জলপাইগুড়ির পলিটেকনিকের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোচবিহারের শিতলকুচির বাসিন্দা এক যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করল ওই ছাত্রীর পরিবার। প্রেমিক বিবাহিত জানতে পেরে আর নিজেকে ঠিক রাখতে পারেনি ওই ছাত্রী। তারপরেই সব শেষ!
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার আভাস আগেই দিয়েছিলেন ওই ছাত্রী। যা দেখে তাঁকে বাঁচানোর জন্য ছুটে যান তিন বন্ধু। কিন্তু সহপাঠীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনজনই। পুলিশ তাঁদের আটক করে। আক্রান্ত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু তারপরে সামনে এল আসল ঘটনা।
advertisement
advertisement
উল্লেখ্য, সহপাঠীর দেওয়া স্টেটাস দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান তিন পড়ুয়া। কিন্তু তাঁকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তিন বন্ধু। তিন পড়ুয়া উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে পুলিশকে। পরে তিন বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে যায়, প্রেমঘটিত সম্পর্কে জটিলতার কারণে পৃথিবী থেকে নিজের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। প্রেমিক বিবাহিত জানতে পেরে এই পদক্ষেপ।
advertisement
এই ঘটনার পর মৃতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শীতলকুচির বাসিন্দা এক যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত তিন ছাত্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। পরিবার ও স্থানীয়দের তিন বন্ধুকে বুঝতে ভুল হয়েছিল বলে তাঁরা জানিয়েছেন। এছাড়াও তিন বন্ধু যেভাবে সহপাঠীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, তারও প্রশংসা করেছেন তাঁরা।  ক্লিনচিট দেওয়ায় তিন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বান্ধবীর প্রাণ বাঁচাতে গিয়ে ফেঁসেছিলেন! এবার তিন ছাত্রের সঙ্গে যা করল তাঁর পরিবার, শুনলে হাঁ হয়ে যাবেন
Next Article
advertisement
Jerusalem Bus Attack: বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমের রাস্তায় ভয়ঙ্কর দৃশ্য, পর পর মৃত্যু! ইজরায়েলের হুঁশিয়ারির বদলা নিল হামাস?
বাসের ভিতরে এলোপাথাড়ি গুলি, জেরুজালেমে বড়সড় হামলা, মৃত্যু! হুঁশিয়ারির বদলা নিল হামাস?
  • জেরুজালেমে বাসে বড়সড় হামলা৷

  • মৃত অন্তত ৪, আহত ১৫৷

  • ইজরায়েলের হুঁশিয়ারির পরই বদলা নিল হামাস?

VIEW MORE
advertisement
advertisement