বান্ধবীর প্রাণ বাঁচাতে গিয়ে ফেঁসেছিলেন! এবার তিন ছাত্রের সঙ্গে যা করল তাঁর পরিবার, শুনলে হাঁ হয়ে যাবেন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
তাঁকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তিন বন্ধু। তিন পড়ুয়া উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে পুলিশকে।
জলপাইগুড়ি, শান্তনু কর : জলপাইগুড়ির পলিটেকনিকের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কোচবিহারের শিতলকুচির বাসিন্দা এক যুবকের নামে কোতোয়ালি থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করল ওই ছাত্রীর পরিবার। প্রেমিক বিবাহিত জানতে পেরে আর নিজেকে ঠিক রাখতে পারেনি ওই ছাত্রী। তারপরেই সব শেষ!
সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার আভাস আগেই দিয়েছিলেন ওই ছাত্রী। যা দেখে তাঁকে বাঁচানোর জন্য ছুটে যান তিন বন্ধু। কিন্তু সহপাঠীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তিনজনই। পুলিশ তাঁদের আটক করে। আক্রান্ত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু তারপরে সামনে এল আসল ঘটনা।
advertisement
advertisement
উল্লেখ্য, সহপাঠীর দেওয়া স্টেটাস দেখে তাঁকে বাঁচাতে ছুটে যান তিন পড়ুয়া। কিন্তু তাঁকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন তিন বন্ধু। তিন পড়ুয়া উদ্ধার করতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে পুলিশকে। পরে তিন বন্ধুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে যায়, প্রেমঘটিত সম্পর্কে জটিলতার কারণে পৃথিবী থেকে নিজের নাম মুছে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। প্রেমিক বিবাহিত জানতে পেরে এই পদক্ষেপ।
advertisement
এই ঘটনার পর মৃতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শীতলকুচির বাসিন্দা এক যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত তিন ছাত্রের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। পরিবার ও স্থানীয়দের তিন বন্ধুকে বুঝতে ভুল হয়েছিল বলে তাঁরা জানিয়েছেন। এছাড়াও তিন বন্ধু যেভাবে সহপাঠীকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন, তারও প্রশংসা করেছেন তাঁরা। ক্লিনচিট দেওয়ায় তিন পড়ুয়াকে ছেড়ে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 4:32 PM IST