আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের একটি বিশেষ অনুষ্ঠানে পুরুলিয়ার এই শিল্পীরা যোগ দিতে চলেছেন। সেখানেই তাঁরা পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাটুয়া নৃত্য প্রদর্শন করবেন। রবিবার তাঁরা বলরামপুর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
আরও পড়ুনঃ ৪ বছর ধরে রাস্তা বেহাল! খানাখন্দে ভর্তি, উঠেছে পিচের প্রলেপ! পুজোর আবহে মালদহে বিক্ষোভ
advertisement
প্রথমে কলকাতা, এরপর সেখান থেকে দিল্লি। তারপর প্লেনে করে চলে যাবেন জাপান। এই বিষয়ে ওস্তাদ জগন্নাথ কালিন্দী ও নাটুয়া শিল্পী বৈদ্যনাথ মাহাতো বলেন, বিভিন্ন সময় ছৌ নৃত্য প্রদর্শন করতে ভিন রাজ্য ও বিদেশে গিয়েছেন। কিন্তু এই প্রথমবার নাটুয়া নৃত্য প্রদর্শন করতে তাঁরা বিদেশ যাচ্ছেন। পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই নৃত্য বিদেশের মাটিতে প্রদর্শন করতে পারবেন বলে তাঁরা ভীষণ খুশি। এটি তাঁদের কাছে খুবই গর্বের বিষয়।
পুরুলিয়া জেলার প্রচলিত এক লোকনৃত্য হল নাটুয়া নাচ বা লাটা নাচ। সাবেক মানভূমের এই বিশেষ নৃত্য ৬০০-৭০০ বছর ধরে নিজ ঐতিহ্য বহন করে চলেছে। নাটুয়া নাচ হল পৌরুষ দীপ্ত একটি বিশেষ নৃত্য। সুগঠিত ও বলিষ্ঠ দেহের পুরুষেরা এই নাচের সঙ্গে যুক্ত থাকেন। নাটুয়া নৃত্যের মূল লক্ষ্য দৈহিক শক্তির প্রদর্শন করা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঢাল ও তলোয়ার দিয়ে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা প্রদর্শন করাই এই নাচের মূল বৈশিষ্ট্য। যুগ যুগ ধরে বংশপরম্পরায় এই নাটুয়া নৃত্যকে বয়ে নিয়ে চলেছেন নাটুয়া শিল্পীরা। এবার বিদেশের মাটিতেও পুরুলিয়ার ঐতিহ্যবাহী নাটুয়া নৃত্য প্রদর্শন করবেন তাঁরা।