৪ বছর ধরে রাস্তা বেহাল! খানাখন্দে ভর্তি, উঠেছে পিচের প্রলেপ! পুজোর আবহে মালদহে বিক্ষোভ

Last Updated:

Bad Road Condition: খানাখন্দে ভরা রাস্তায় উঠে গিয়েছে পিচের প্রলেপ। মাস ছ’য়েক আগে ইট ফেলে সাময়িক মেরামত করা হলেও বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার হাল বেহাল

বেহাল রাস্তা
বেহাল রাস্তা
মালদহ, গোপাল সূত্রধরঃ পুজোর আবহে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তুমুল বিক্ষোভ। বাঁশের ব্যারিকেড তৈরি করে, টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। মালদহের হরিশ্চন্দ্রপুর- ২ ব্লকের দুর্গাবাড়ি মোড়ে ঘটনাটি ঘটেছে।
হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে দুর্গা মন্দির পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা গত চার বছর ধরে বেহাল অবস্থায় অবস্থায় রয়েছে বলে অভিযোগ। খানাখন্দে ভরা রাস্তায় উঠে গিয়েছে পিচের প্রলেপ। মাস ছ’য়েক আগে ইট ফেলে সাময়িক মেরামত করা হলেও বর্ষার বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে।
আরও পড়ুনঃ দুর্গা, কালী থেকে সরস্বতী..! হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে মাটির মূর্তি! প্রতিমা গড়েই সংসার টানেন স্বামীহারা কৃষ্ণা
বাংলা-বিহার সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত সাত-আটটি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। ব্লক অফিস, স্কুল, হাসপাতাল, সবই এই সড়ক হয়ে যাতায়াত করতে হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফলে পুজোর আগে বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।
advertisement
advertisement
অবরোধ চলাকালীন ঘটনাস্থলে আসেন হরিশ্চন্দ্রপুরের জয়েন্ট বিডিও। তাঁকে ঘিরে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখান। পরে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চলতে থাকে। ওই রাস্তার সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
৪ বছর ধরে রাস্তা বেহাল! খানাখন্দে ভর্তি, উঠেছে পিচের প্রলেপ! পুজোর আবহে মালদহে বিক্ষোভ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement