যদিও রাজ্য সরকারের উদ্যোগে বহু চেক ড্যাম নির্মাণের মাধ্যমে জেলার সেচ ব্যবস্থার উন্নতি ঘটান হয়েছে, তবুও এখনও কিছু এলাকার কৃষিজমিতে পর্যাপ্ত সেচ পৌঁছচ্ছে না। এর ফলে কৃষকদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুন: উখড়াবাসীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ! দূর হবে রেল গেট যন্ত্রণা
advertisement
পুরুলিয়ায় এসে মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানান, “জেলার নদীর ক্যানেলে জল সরবরাহ অত্যন্ত সীমিত। আমার দফতর ইতিমধ্যেই ১৪৩টি ড্যামে সেচের ব্যবস্থা করেছে। আমরা লক্ষ্য রাখছি যাতে ভবিষ্যতে আরও বেশি ড্যাম তৈরি করা যায় এবং বড় দিঘিগুলোর সংস্কার করা যায়।” পুরুলিয়া জেলায় অধিকাংশ ড্যাম সংস্কারের অভাবে ভুগছে তা এদিন স্বীকার করে নেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন, “পুরুলিয়ার অধিকাংশ ড্যাম সংস্কারের অভাবে সমস্যা তৈরি হচ্ছে। তাই সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি বিশেষভাবে টাকা বরাদ্দ করছি। খুব শীঘ্রই কাজ শুরু হবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য সরকারের এই উদ্যোগ কৃষকদের জন্য বড় সহায়ক হবে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহের নিশ্চয়তা বৃদ্ধি পাবে এবং ফসলের উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে। জলসম্পদ মন্ত্রকের তৎপরতা ও বরাদ্দকৃত তহবিলের মাধ্যমে পুরুলিয়া সহ রুখাসুখা এলাকার কৃষকরা সেচ সুবিধা পাবে এবং কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।





