এই রাস্তা সংস্কারের দাবি ব্লক প্রশাসন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় জানান হয়েছে। কিন্তু কোন সুরাহা না হওয়ায় অবশেষে পুরুলিয়ার কামতা জাঙ্গিদিরী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাটি ও মোরাম দিয়ে রাস্তা সংস্কার করা হচ্ছে। দীর্ঘদিন পর এই রাস্তার কাজ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা। পঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
advertisement
এ-বিষয়ে তৃণমূল কর্মী রঞ্জিত মাহাতো বলেন, “বিষয়টি নিয়ে বারে বারে প্রশাসনের দারস্থ হয়েও স্থানীয় মানুষজনের সমস্যা সমাধান হয়নি। তাই পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই রাস্তা যাতায়াতের উপযোগী করে তোলার চেষ্টা করছি। ঢালাই রাস্তা বানান এই মুহূর্তে সম্ভব হয়ে উঠছে না। আপাতত যাতায়াতের জন্য যতটুকু সম্ভব সেটাই করা হচ্ছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতিনিয়ত বহু মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম এই রাস্তা। কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে একাধিক সমস্যার মধ্যে পড়তে হত সকলকে। পঞ্চায়েতের উদ্যোগে এই রাস্তা যাতায়াতের উপযোগী হওয়ায় খুশি সকলে।
শর্মিষ্ঠা ব্যানার্জি