পর্ণশ্রীর বাবা প্রসেনজিৎ মন্ডল ও মা রাজশ্রী মন্ডল দু’জনেই সংগীত জগতের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকেই মা-বাবার কাছেই সংগীতের প্রথম পাঠ নিয়েছে পর্ণশ্রী। বাঁকুড়ার কোতুলপুরে জন্ম হলেও, বিগত ১২ বছর ধরে পর্ণশ্রী ও তার পরিবার পুরুলিয়ার কাশীপুরে বসবাস করছে।
আরও পড়ুন : ‘সবুজের ক্লাসরুম’, হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান
advertisement
পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করা খুদে গায়িকা পর্ণশ্রী জানান, “ছোটবেলা থেকেই মা-বাবার কাছেই গান শিখতাম। আগে আলাদা করে কোনও ক্লাস করতাম না, তবে গত তিন বছর ধরে দু’জন শিক্ষাগুরুর কাছে নিয়মিতভাবে গান শিখছি। আগামীদিনে আমার স্বপ্ন, এই গান নিয়েই আরও দূর পর্যন্ত এগিয়ে যাওয়া। যেন গানের মধ্য দিয়েই সবার মন জয় করতে পারি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে পর্ণশ্রীর মা রাজশ্রী মন্ডল বলেন, “আমাদের পুরো পরিবারই সংগীতের সঙ্গে যুক্ত। ছোট থেকেই গান শুনে বড় হয়েছে পর্ণশ্রী। এখন যখন দেখি, আমার সেই ছোট্ট মেয়ে মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে, সত্যিই গর্ব হয়। আশা করি, আগামীদিনে আরও বড় একজন শিল্পী হিসেবে নিজের জায়গা করে নেবে সে।” নিষ্ঠা, পরিশ্রম আর সংগীতের প্রতি অপরিসীম ভালবাসা পর্ণশ্রীর পথচলার প্রেরণা। বয়সে ছোট হলেও তার স্বপ্ন অনেক বড়। নিজের সুরের জাদুতে সকলকে মুগ্ধ করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সে।





