'সবুজের ক্লাসরুম', হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান

Last Updated:

School Agriculture Traning : কাশীপুরের জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলে খুদে পড়ুয়ারা এখন শিখছে ফল, ফুল ও বিভিন্ন শাক সবজি চাষের কলাকৌশল।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার স্কুলে কৃষি শিক্ষা

পুরুলিয়া, শান্তনু দাস : পুরুলিয়া জেলার কাশীপুরের জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলে চাষবাস নিয়ে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি স্কুলের খুদে পড়ুয়ারা এখন শিখছে ফল, ফুল ও বিভিন্ন শাক সবজি চাষের কলাকৌশল। শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীরা নিজেরাই স্কুল চত্বরে তৈরি করেছে সুন্দর একটি বাগান।
সেখানে রোপণ করা হয়েছে আম, পেয়ারা থেকে শুরু করে ফুলের গাছ ও বিভিন্ন শাকসবজি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, শুধুমাত্র বইয়ের জ্ঞান নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গেও শিশুদের যুক্ত করা। পড়াশুনোর পাশাপাশি চাষবাস সম্পর্কেও ছোট থেকেই ধারণা হবে ছাত্র-ছাত্রীদের। জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুলের শিক্ষকরা জানিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ, প্রকৃতির প্রতি ভালবাসা এবং পরিশ্রমের মূল্যবোধ গড়ে উঠছে।
advertisement
advertisement
ফলে ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীরা কৃষিকাজ সম্পর্কে ধারণা লাভ করছে, শিখছে প্রকৃতির সঙ্গে মিশে থাকতে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দ কিশোর সাহু, শিক্ষক নির্বাচন হাঁসদা ও অধীর কুমার হালদারের বিশেষ সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে চলছে। তাদের উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীরা চাষাবাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হয়ে উঠেছে। স্কুলের শিক্ষক অধীর কুমার হালদার বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের চাষবাস সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা দেওয়া আমাদের মূল উদ্দেশ্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাগানের সমস্ত গাছের যত্ন, জল দেওয়া থেকে শুরু করে পরিচর্যা সব কাজই করছে ছাত্র-ছাত্রীরা। এই উদ্যোগ কেবল স্কুল চত্বরকে সবুজ করছে না, বরং শিশুদের মনে প্রকৃতির প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও পরিশ্রমের আনন্দও জাগিয়ে তুলছে। জুড়গুড়িডি জুনিয়র হাইস্কুল আজ সত্যিই এক অনন্য উদাহরণ, যেখানে শিক্ষা ও জীবনবোধ একসূত্রে গাঁথা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'সবুজের ক্লাসরুম', হাতেকলমে চাষাবাদে হাতেখড়ি পড়ুয়াদের! পুরুলিয়ার স্কুল ক্যাম্পাস যেন আস্ত বাগান
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement