ভয়ে সারারাত রাস্তায় কাটালেন মানুষ, কারখানায় পরপর বিস্ফোরণ! হাওড়ার ভয়াবহ আগুন নেভাতে নাজেহাল দমকল

Last Updated:

Howrah Massive Fire : বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, হাওড়া আন্দুল রোডের হাঁসখালি পোল সংলগ্ন একটি কারখানায়

+
কারখানায়

কারখানায় আগুন

হাওড়া, রাকেশ মাইতি : আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। আগুনে ভস্মীভূত কারখানা। বৃহস্পতিবার রাতে হাওড়া-আন্দুল রোডের হাঁসখালি পোল সংলগ্ন কারখানায় ভয়াবহ আগুনে ভষ্মীভূত স্পঞ্জ কারখানা। আগুনের ভয়াবহতা গ্রাস করে স্থানীয় মানুষকে। কয়েকশো ফুট উচ্চতায় আগুনের শিখা ও কালো ধোঁয়া পৌঁছয়।
কারখানায় মজুত থাকা দাহ্য পদার্থ বা রাসায়নিক মজুত ড্রাম ভয়ানক শব্দে ফাটতে থাকে, ফলে আগুন মুহূর্তে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকা ঘন জনবসতিপূর্ণ। আগুন কারখানা থেকে এলাকায় ছড়িয়ে পড়লে ভয়ংকর হতে পারে। তাই স্থানীয় মানুষজন ঘর থেকে বেরিয়ে রাস্তায় আশ্রয় নেন। ঘটনাস্থলে দমকলের দশ’টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে।
advertisement
advertisement
কিন্তু কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। স্থানীয়রা প্রথমে সামান্য আগুন দেখে, তার কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুন ছড়িয়ে গোটা কারখানা। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হয়। এ প্রসঙ্গে দমকল আধিকারিক জানান, কারখানার প্রচুর দাহ্যবস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। ঠিক কী থেকে আগুন লাগল, তার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। এছাড়াও অগ্নিকাণ্ডের জেরে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ে সারারাত রাস্তায় কাটালেন মানুষ, কারখানায় পরপর বিস্ফোরণ! হাওড়ার ভয়াবহ আগুন নেভাতে নাজেহাল দমকল
Next Article
advertisement
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
'এই বাংলার দত্তক সন্তান হতে চাই...', রাজ্যের ভোটার হতে চেয়ে আবেদন সিভি আনন্দ বোসের
  • বাংলার ভোটার হতে চেয়ে আবেদন করলেন সিভি আনন্দ বোস। তাঁর কথায়," এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন। সেই বাংলায় আমি ভোটার হতে চাই। আমার পদবি 'বোস'। নেতাজি সুভাষ চন্দ্র ও বোস, আমি মানসিক, সাংস্কৃতিক ভাবে বাংলার সঙ্গে যুক্ত থাকতে চাই

VIEW MORE
advertisement
advertisement