মাত্র ৫০ টাকায় বাজার থেকে সাধারণ কলম কিনে সেগুলিকে তিনি নিজের হাতে কৃত্রিম ডায়মন্ডের নান্দনিক নকশায় সাজিয়ে তুলছেন। ঝকঝকে ও আকর্ষণীয় এই কলমগুলি যেমন দেখতে সুন্দর, তেমনই ব্যবহারেও সম্পূর্ণ উপযোগী। বিশেষ করে উপহার সামগ্রী হিসেবে এই ডায়মন্ড কলমগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন মহলে।
advertisement
গৃহবধূ মালা সূত্রধর জানান, “বাজার থেকে ৫০ টাকার কলম কিনে এনে আমি এবং আমার স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য সদস্যারা কৃত্রিম ডায়মন্ড দিয়ে সাজিয়ে এই কলমগুলো তৈরি করি। পরিশ্রম ও সময়ের কথা মাথায় রেখে প্রতিটি কলমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।”
সংসারের কাজের পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করে মালা সূত্রধর আর্থিক স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন এখন। সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করে মালা সূত্রধর আজ আর্থিক স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন। ধীরে ধীরে তাঁর তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলমের চাহিদা বাড়ছে বাজারে। যা প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতা থাকলে ঘরে বসেই গড়ে তোলা সম্ভব সফল উদ্যোগ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালা সূত্রধরের এই সাফল্য শুধুমাত্র একটি ব্যবসায়িক গল্প নয়, বরং বহু গৃহবধূর কাছে এক শক্তিশালী অনুপ্রেরণা। তাঁর জীবনসংগ্রাম ও সাফল্য দেখিয়ে দিচ্ছে, ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সৃজনশীলতা থাকলে ছোট উদ্যোগও বড় স্বপ্নের দিশা দেখাতে পারে।





