Badminton Competition: শীতের রাতে ঘাম ঝরাতে ব্যাডমিন্টনের জুড়ি মেলা ভার! যুব সমাজের মোবাইল আসক্তি কাটাতে কান্দিতে জমজমাট প্রতিযোগিতার আয়োজন
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Murshidabad Badminton Competition: মুর্শিদাবাদের কান্দি শহরের সন্তোষ সিংহপাড়াতে আয়োজিত হল এক রাত্রী ব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। যুব সমাজকে মোবাইল থেকে দূরে রাখতে সহযোগিতার হাত বাড়িয়ে দিল কান্দি থানা।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: আর নয় মোবাইল। মুঠোফোন ছেড়ে শীতের রাতে ব্যাডমিন্টন খেলায় মাতল কিশোর ও যুব সমাজ। মুর্শিদাবাদের কান্দি শহরের সন্তোষ সিংহপাড়াতে আয়োজিত হল এক রাত্রী ব্যাপি ব্যাডমিন্টন প্রতিযোগিতা। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কান্দি থানা। যুব সমাজকে খেলার প্রতি উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, কান্দি থানার আইসি মৃণাল সিনহা।
আয়োজকরা জানিয়েছেন, বর্তমান সময়ে ব্যাডমিন্টন খেলা উঠে গিয়েছে এটা বলাই চলে। তাই এই প্রতিযোগিতার আয়োজন। ব্যাডমিন্টন খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছে। মুর্শিদাবাদ জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা বীরভূমের সিউড়ি, রামপুরহাট থেকে এসেছেন প্রতিযোগীরা। খেলা শেষে যারা বিজয়ী হয় তাদের রাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ ৮টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়ন ৯ বছরের সেঁজুতি! সবজি বিক্রেতার ‘সোনার টুকরো’ মেয়ে, বিশ্বজোড়া সাফল্যে গর্বিত মালদহ
কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, সন্তানকে মোবাইল থেকে সরাতে গেলে আগে অভিভাবকদের মোবাইল ছাড়তে হবে। কিন্তু অভিভাবকরা সাময়িক সুখ শান্তির জন্য মোবাইল ধরিয়ে দিয়ে থাকে শিশুদের হাতে। আর তখনই ঘটে বিপদ। তাই শিশুদের হাতে মোবাইল নয়। শিশুরা ফিরুক মাঠে। ব্যাডমিন্টনের খেলায় অংশগ্রহণ করলে মনের শারিরীক বিকাশ ঘটবে। এই খেলা শরীর সুস্থ রাখে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক জানিয়েছেন, ‘গা খামানোর জন্য ব্যাডমিন্টন খেলা হলেও প্রতিযোগিতার জন্য দেখা যায় না। তবে যুব সমাজ ও ছাত্র সমাজ পুঁথিগত বিদ্যার পাশাপাশি শরীর সুস্থ রাখতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা-সহ বীরভূম থেকে প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। আমরা চাই এই খেলার আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 03, 2026 2:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Badminton Competition: শীতের রাতে ঘাম ঝরাতে ব্যাডমিন্টনের জুড়ি মেলা ভার! যুব সমাজের মোবাইল আসক্তি কাটাতে কান্দিতে জমজমাট প্রতিযোগিতার আয়োজন







