কঠোর প্রশিক্ষণ ও পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে ব্ল্যাক বেল্ট অর্জন করে জেলায় ফিরেছেন ওই তিন ক্যারাটে কন্যা। তারা বরাবাজারের একটি বেসরকারি ক্যারাটে একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন বিগত বেশ কিছু বছর ধরে।
ডিসেম্বর মাসে কলকাতায় আয়োজিত এক বিশেষ অ্যাডভান্স প্রশিক্ষণ শিবির ও পরীক্ষায় বরাবাজার কেন্দ্র থেকে দু’জন এবং বান্দোয়ান কেন্দ্র থেকে একজন মেয়ে অংশগ্রহণ করেন। সেখানে দেশে-বিদেশের বহু নামিদামি প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন। কঠিন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনজনই ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা জেলা।
advertisement
এই বিষয়ে ওই ক্যারাটে একাডেমির জেলা সম্পাদক ধনঞ্জয় পরামানিক বলেন , বর্তমান সমাজে মেয়েদের আত্মরক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস গড়ে তুলতে ক্যারাটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু লড়াইয়ের কৌশল নয়, শারীরিক ও মানসিক বিকাশেরও অন্যতম মাধ্যম।
বর্তমান প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। তাই তারা যদি ক্যারাটে শেখে তাহলে নিজেদের আত্মরক্ষা তারা নিজেরাই করতে পারবে। এছাড়াও তিনি আরও বলেন, ২০২৬ সালে তাদের ক্যারাটে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু-জন ব্ল্যাকবেল্ট জয়ী ছাত্রী বরাবাজারে তাদের যে-কোনও ক্যারাটে শিবিরে দুই মাস বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেবেন।
আরও পড়ুন- বড়দিনের আলোয় ঝলমল করছে খাড়ির স্বর্গারোহণ গির্জা, সাহেববাড়ি চার্চে সাতদিনের বিশাল উৎসব
এই বিষয়ে দুই ব্ল্যাক বেল্ট জয়ী ছাত্রী বলেন, তারা বিগত বেশ কিছু বছর ধরে ক্যারাটে শিখছেন। সম্প্রতি তারা কলকাতায় ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলতা অর্জন করেছেন।





