TRENDING:

Purulia News: পুরুলিয়া পর্যটনে নতুন সংযোজন! গাছে গাছে পরিবেশবান্ধব বাসা, পরিযায়ী পাখিদের জন্য বন দফতরের অভিনব প্রয়াস

Last Updated:

Purulia News: পুরুলিয়া পর্যটনে নতুন সংযোজন, পাখিদের জন্য কৃত্রিম বাসা। পরিযায়ী পাখিদের কথা মাথায় রেখে পুরুলিয়া বনবিভাগ গাছে লাগাচ্ছে পরিবেশবান্ধব বাসা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শীতে আগমন হয় পরিযায়ী পাখিদের। কিন্তু ধীরে, ধীরে পরিযায়ী পাখির সংখ্যা কমতে দেখা যাচ্ছে জঙ্গলমহলে। ‌তাই পরিযায়ী পাখিদের জন্য এক বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া বনবিভাগ।
advertisement

আলোর ঝলকানি ও কোলাহলে হারিয়ে যাচ্ছে পক্ষীকূল। আর তেমন শোনা যায় না পাখিদের কিচিরমিচির। তাই তাদের ফেরাতে গাছে লাগানো হল বিশেষ পরিবেশবান্ধব বাসা। এই বাসা দেখে মনে হবে বনদফতরের বানানো ক্যামোফ্লেজ। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে এই কাজ করছে বনবিভাগ।

আরও পড়ুনঃ অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

advertisement

এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, শীতের এই মরশুমে বহু পরিযায়ী পাখি মাঠা বনাঞ্চলে আসে। তাই তাদের যাতে থাকতে সুবিধা না হয় সেই কারণে পরিবেশবান্ধব কৃত্রিম পাখির বাসা তৈরি করা হয়েছে। পাখি যাতে ঠিকঠাক ভাবে ওই বাসায় প্রবেশ করতে পারে ও বেরোতে পারে তার ব্যবস্থা নেওয়া আছে। ‌ পুরুলিয়ার পর্যটনে এটি একটি নতুন প্রচেষ্টা।

advertisement

View More

আরও পড়ুনঃ বক্সা জঙ্গল ভেদ করে ছুটছে ইন্টারসিটি এক্সপ্রেস, হঠাৎই ট্রেনের সামনে শাবক-সহ হাতির দল! চালকের এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল বহু প্রাণ

তিনি আরও বলেন, এই কৃত্রিম পাখির বাসা থাকলে যেমন পক্ষীকুলের সংখ্যা বাড়বে তেমনই পুরুলিয়ার পর্যটন সমৃদ্ধ হবে। আপাতত ১০টি বাসা দিয়ে এই কাজ শুরু করা হল। আগামী দিনে অযোধ্যা রেঞ্জ ও অন্যান্য পর্যটন কেন্দ্র যেখানে বড় বড় গাছ রয়েছে সেই সমস্ত জায়গাতেও এই কৃত্রিম পাখির বাসা রাখা হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
৫০০ টাকা দিয়ে শুরু! আজ ১৫০ কোটি টাকার মালিক, সূর্যেন্দু বিকাশ করের জীবন কাহিনী
আরও দেখুন

রাজ্য পর্যটন মানচিত্রে প্রথম সারিতেই নাম থাকে জঙ্গলমহল পুরুলিয়ার। ‌শীতের মরশুমে বিভিন্ন জায়গা থেকেই পর্যটকদের ঢল নামে এখানে। অনেকেই এই সময় পুরুলিয়াতে রক ক্লাইম্বিং, নেচার ক্যাম্প, নেচার এক্সপ্লোর করতে আসেন। ‌তাদের কাছে এই কৃত্রিম পাখির বাসা অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছে বন বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়া পর্যটনে নতুন সংযোজন! গাছে গাছে পরিবেশবান্ধব বাসা, পরিযায়ী পাখিদের জন্য বন দফতরের অভিনব প্রয়াস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল