Elephant News: বক্সা জঙ্গল ভেদ করে ছুটছে ইন্টারসিটি এক্সপ্রেস, হঠাৎই ট্রেনের সামনে শাবক-সহ হাতির দল! চালকের এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল বহু প্রাণ

Last Updated:

Alipurduar Elephant News: বক্সা জঙ্গল ভেদ করে যাওয়ার সময়ে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে হঠাৎই শাবক-সহ হাতির দল চলে আসে। রেলের লোকো পাইলটের তৎপরতায় প্রাণ বাঁচে দাঁতালদের।

রেললাইন পারাপার করছে শাবক-সহ হাতির দল
রেললাইন পারাপার করছে শাবক-সহ হাতির দল
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আলিপুরদুয়ার থেকে মন ভাল করা এক দৃশ্য সামনে এল। ট্রেন থামিয়ে শাবক-সহ হাতির দলকে রক্ষা করলেন রেলের লোকো পাইলট। দিনের আলো পড়তেই হঠাৎই চলন্ত ট্রেনের সামনে চলে আসে হাতির দল। কিন্তু চালকের তৎপরতায় রক্ষা পায় দাঁতালরা। থেমে যায় রেলের চাকা। নির্বিঘ্নে হাতির দল রেললাইন পার করে।
বুধবার সন্ধ্যায় এমনই এক ঘটনার সম্মুখীন হয় শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ার জংশনগামী ইন্টারসিটি এক্সপ্রেস। জানা যায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের কিমি ১৫৫/৪ এলাকার কালচিনি-রাজাভাতখাওয়া স্টেশনের মাঝে রেলওয়ে ট্র্যাকে হাতির উপস্থিতি দেখতে পান লোকো-পাইলটদ্বয়।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ার শহরে ফের অগ্নিকাণ্ড! বড় বাজার এলাকায় পরপর দোকানে আগুন, নিমেষে সব ভস্মীভূত, দেখুন ভয়াবহ পরিস্থিতির ছবি
বক্সা জঙ্গল ভেদ করে যাওয়া ইন্টারসিটি এক্সপ্রেসের দুই পাইলট দেখতে পান একাধিক শাবক-সহ হাতির দলটি। তৎক্ষনাৎ জরুরি ব্রেক কষে ট্রেন দাঁড করিয়ে দেন চালকরা। দেখা যায়, বাঁ পাশের জঙ্গল থেকে বেরিয়ে কিছুক্ষণ রেলওয়ে ট্র‍্যাকে দাঁড়িয়ে থেকে হাতির দল ডান পাশের জঙ্গলে চলে যায়।
advertisement
advertisement
হাতির দল নিরাপদে রেললাইন পা করার পর ট্রেনটিও ছুটতে শুরু করে তার গন্তব্যের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant News: বক্সা জঙ্গল ভেদ করে ছুটছে ইন্টারসিটি এক্সপ্রেস, হঠাৎই ট্রেনের সামনে শাবক-সহ হাতির দল! চালকের এক মুহূর্তের সিদ্ধান্তে রক্ষা পেল বহু প্রাণ
Next Article
advertisement
Supreme Court on Sonali Khatun: অন্তঃসত্ত্বা সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের!
সোনালিদের বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশ, কেন্দ্রকে নমনীয় হতে বলল সুপ্রিম কোর্ট!
  • সোনালি খাতুনদের বাংলাদেশ থেকে ফেরাতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের৷

  • মানবিকতার খাতিরেই কেন্দ্রকে নমনীয় হতে বললেন প্রধান বিচারপতি৷

  • সোনালিদের ফেরানো হবে বলে লিখিত ভাবে শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
advertisement