TRENDING:

Purulia New: খুদে ফুটবলারদের জন্য দারুণ খবর! এবার পুরুলিয়ার মত প্রত্যন্ত জেলা থেকে মিলবে মোহনবাগানে খেলার সুযোগ

Last Updated:

Purulia New: গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা খুঁজে বার করতে উদ্যোগী মোহনবাগান, পুরুলিয়াতে চলল জুনিয়রদের ট্রায়াল রান!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: আর পিছিয়ে থাকবে না জঙ্গলমহলের ছেলে-মেয়েরা। ‌প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলেরা এবার খেলার সুযোগ পাবে মোহনবাগান ক্লাবে। মানবাজার মানভূম কলেজ গ্রাউন্ডে মোহনবাগান ক্লাবের উদ্যোগে জুনিয়রদের দুদিন ব্যাপী ট্রায়াল পর্ব চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খুদে ফুটবলাররা এই মাঠে শামিল হয়। সবার লক্ষ্য একটাই, মোহনবাগানের জার্সি গায়ে জড়িয়ে বড় মাঠে খেলার। মোহনবাগান ক্লাবের জুনিয়র বিভাগ চাইছে জঙ্গলমহল থেকে ফুটবল প্রতিভা উঠে আসুক। মোহনবাগান ক্লাব ও মানবাজার বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমির যৌথ উদ্যোগে এই ট্রায়ালের আয়োজন করা হয়। এই সিলেকশন রাউন্ডে খেলোয়াড়দের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
advertisement

এ বিষয়ে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার ও কোচ এবং বর্তমান মোহনবাগানের জুনিয়র বিভাগের প্রশিক্ষক তনুময় বোস বলেন, এই ট্রায়ালের মূল উদ্দেশ্য হল প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের খেলার সুযোগ করে দেওয়া। গ্রাম বাংলার ছেলেরা যাতে বড় জায়গায় খেলতে পারে সেই কারণেই এই উদ্যোগ।

আরও পড়ুন: জীবন বদলে দিল আম! আম্রপালি আম চাষে তাক লাগালেন পুরুলিয়ার যুবক! বাগান, আম সবকিছু দেখে অবাক আধিকারিকরাও

advertisement

এ বিষয়ে শিক্ষক সুরেশ চন্দ্র গোপ বলেন, “একটা সময় জঙ্গলমহল পুরুলিয়ার ছেলেদের মোহনবাগানের খেলতে গেলে কলকাতায় ছুটতে হত। কিন্তু এখন দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুলিয়ার এই রুখা মাটিতে ফুটবলাররা ট্রায়ালের জন্য আসছেন। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

বাঙালির কাছে ফুটবল আবেগের আরেক নাম। প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলেরা অনেক কারণেই নিজেদের প্রতিভাকে সঠিক জায়গায় তুলে ধরতে পারে না। ‌ তাই যোগ্যতা থাকলেও বঞ্চিত হয়ে পড়ে তারা। সেই সমস্ত প্রতিভাকে খুঁজে বের করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia New: খুদে ফুটবলারদের জন্য দারুণ খবর! এবার পুরুলিয়ার মত প্রত্যন্ত জেলা থেকে মিলবে মোহনবাগানে খেলার সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল