Purulia Amrapali Mango Cultivation: জীবন বদলে দিল আম! আম্রপালি আম চাষে তাক লাগালেন পুরুলিয়ার যুবক! বাগান, আম সবকিছু দেখে অবাক আধিকারিকরাও

Last Updated:

Purulia Amrapali Mango Cultivation: পরিযায়ী শ্রমিক থেকে বাবার আমবাগানের আম সামলান। বদলে গেল পুরুলিয়ার যুবক জীবন, এখন আম্রপালি আমই দেখাচ্ছে রোজগারের দিশা

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় আম্রপালি আম চাষ

পুরুলিয়া: রুখা শুখা ভূমি পুরুলিয়া। জেলার জমিগুলি এক ফসলি হওয়ার কারণে বেশিরভাগ চাষি এখানে ধান চাষ করে থাকেন। বিকল্প চাষ খুব কম হয় এই জেলায়। এবার এই রুখামটিতেই আম্রপালি আম ফলিয়ে নজির গড়ল প্রত্যন্ত গ্রামের এক কৃষক। তাঁর বাগানে ৪৬ টি আম গাছ রয়েছে।‌ প্রত্যেকটি গ্ৰাছেই আম্রপলি প্রজাতির আম। ঝালদা এক নং ব্লকের মাড়ু মসিনা গ্রাম পঞ্চায়েতের মেটালা গ্রামের কৃষক হেমন্ত মাহাতো। এই আমের বাগান করে অসাধ্য সাধন করে দেখিয়েছেন। ‌তার বাগানের আম এখন পাড়ি দিচ্ছে প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে।
তিনি বলেন, এককালে তিনি পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেই সময় তার বাবা সবেমাত্র আমবাগান তৈরি করেছেন। বাবার পক্ষে একা আমবাগান সামলানো সম্ভব হয়ে উঠছিল না। ‌তাই নিজের কাজ ছেড়ে তিনি বাবার সঙ্গে আমবাগান তৈরির কাজে হাত লাগান। তাকে এই কাজে সহযোগিতা করেন তার স্ত্রী বালিকা মাহাতো। ‌বর্তমানে এই বাগান চাষের জন্য কৃষি দফতরের পক্ষ থেকে বেশ কিছু সুযোগ সুবিধা তিনি পান। ‌তবে যদি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হয় তাহলে আগামী দিনে আরও অন্যান্য চাষের দিকে তিনি ঝুঁকবেন।
advertisement
advertisement
এ বিষয়ে ঝালদা এক নম্বর ব্লক ক্ষেত্র পরামর্শদাতা (উদ্যান পালন দফতর) সুদীপ কুমার চট্টরাজ বলেন, “পুরুলিয়ার রুক্ষ মাটিতে এক কৃষক আম চাষ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ‌আমরা সমস্ত দিক থেকেই তাকে সহযোগিতা করেছি। আগামী দিনে আরও যা কিছু সহযোগিতার প্রয়োজন রয়েছে তা করা হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদা নয়, এবার রুখা ভূমি পুরুলিয়াতে হচ্ছে আম্রপালি আমের চাষ। এই আম চাষ রীতিমত নজর কেড়েছে সকলের। আগামী দিনে জেলার অন্যান্য কৃষকেরাও এই আম চাষের দিকে এগিয়ে আসতে চাইছেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Amrapali Mango Cultivation: জীবন বদলে দিল আম! আম্রপালি আম চাষে তাক লাগালেন পুরুলিয়ার যুবক! বাগান, আম সবকিছু দেখে অবাক আধিকারিকরাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement