Nachni Chinta Singh Mura: থাকে না স্বামী, রসিকরাই সব! 'রাখনী' হিসাবেই কাটে জীবন! কটু কথা শোনা নাচনীদের কষ্টের জীবনের গল্প দুঃখ দেবে আপনাকেও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
বাইজীদের অপভ্রষ্ট রূপই হল এই নাচনীরা। নাচনীদের জীবন পরিচালনা করে তাদের রসিকরা। তাদের স্ত্রীর মর্যাদা না দিলেও ‘রাখনী’ হিসাবে রেখে দেন রসিকরা।
পুরুলিয়া: মানভূমের লোকসংস্কৃতির অন্যতম একটি অঙ্গ নাচনী। ঝুমুর গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করেন নাচনী শিল্পীরা। এককালে মনোরঞ্জনের জন্য বিপুল চাহিদা ছিল নাচনী শিল্পীদের। এরা হলেন লাস্যময়ী নৃত্য-গীত পটীয়সী নারী। জনপ্রিয় মনোরঞ্জনী ঝুমুর ও রাধাকৃষ্ণের প্রেমলীলা হল নাচনীদের নাচের মূল ভিত্তি। বাইজীদের অপভ্রষ্ট রূপই হল এই নাচনীরা। নাচনীদের জীবন পরিচালনা করে তাদের রসিকরা। তাদের স্ত্রীর মর্যাদা না দিলেও ‘রাখনী’ হিসাবে রেখে দেন রসিকরা। তাই নাচনীদের থাকেনা স্বামী, রসিকরাই হল তাদের জীবনের বাহক। শরীরে এয়োতি চিহ্ন থাকলেও সমাজ দেয় না তার মর্যাদা। পুরুলিয়া জেলার এমনই এক নাচনী শিল্পী হলেন দেউলির চিন্তা সিং মুড়া। নিজের নৃত্য শিল্প কলার মধ্যে দিয়ে সকলের মনোরঞ্জন করতেন তিনি। এককালে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য রাঁচি, ঝাড়খণ্ডেও নিজের নৃত্যকলা উপস্থাপন করে মঞ্চ কাঁপাতেন। তবে বয়স ভারে আজ সেসব অতীত। এখন আর নাচে না দেউলির চিন্তা সিং মুড়া। কোনরকমে চলে তার সংসার।
মাত্র সাত বছর বয়সে ঝালদার বিরুডি গ্রামের চিন্তার বিয়ে হয় বাঘমুন্ডি থানার দেউলী গ্রামের রামপদ সিং মুড়ার সঙ্গে। রামপদ সিং মুড়া কীর্তন দলের সঙ্গে যুক্ত ছিলেন, বাদ্যযন্ত্র বাজাতেন। সংসারের হাল ধরতে ১৫ বছর বয়সে নাচনী পেশায় আসেন চিন্তা। সংসার চালানোর জন্য চিন্তা নাচনী নাচ বা বাই নাচ শুরু করেন। বর্তমানে চিন্তার বয়স ৭৫ ও রামপদর বয়স ৮৫। বয়সের ভারে আর তারা অনুষ্ঠানে যেতে পারেন না। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তারও বিয়ে হয়ে গিয়েছে। অভাবের সংসারে সমস্যায় রয়েছেন বৃদ্ধ-বৃদ্ধা। সম্বল বলতে চিন্তার শিল্পী ভাতা।
advertisement
advertisement
এ বিষয়ে চিন্তা সিং মুড়া বলেন, সংসারের হাল ধরতে তিনি নাচনী পেশায় এসেছিলেন। সেই সময় সকলেই তাদেরকে ছোট চোখে দেখত। নাচনী নাম শুনলেই ঘেন্না করত। তবে শিল্পী সম্মান তাদের জীবনে আশীর্বাদ হয়েছে। এখন সকলেই তাদের সম্মানের চোখে দেখেন। সরকারিভাবে শিল্পী ভাতা পান তিনি। এ বিষয়ে রামপদ সিং সরদার বলেন, অনেক ছোটবেলা থেকেই তিনি বাজনা বাজাতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আর তিনি কোন কাজ করতে পারেন না। কোন রকমের সংসার চলে তাদের। আর্থিক কষ্টের মধ্যে দিয়েই এক প্রকার জীবন চলছে তাদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে নাচনী নাচ। শিল্পীরাও কোনরকমে দিন কাটাচ্ছেন।সরকারিভাবে শিল্পী মর্যাদা পাওয়ার পর নাচনীদের জীবনে কিছুটা পরিবর্তন এসেছে। সমাজের আর পাঁচটা মানুষদের মত তারাও সসম্মানে বাঁচতে পারেন এখন।
শমিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 9:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nachni Chinta Singh Mura: থাকে না স্বামী, রসিকরাই সব! 'রাখনী' হিসাবেই কাটে জীবন! কটু কথা শোনা নাচনীদের কষ্টের জীবনের গল্প দুঃখ দেবে আপনাকেও