TRENDING:

Mango Cultivation: পুরুলিয়াতেই মিলতে পারে দেশি-বিদেশি আম! কৃষিক্ষেত্রে ঝড় তুলতে বড় পদক্ষেপ, সফল হলে ঘুরতে পারে চাষিদের ভাগ্য

Last Updated:

Mango Cultivation: নিজের বাগানে এই আম গাছগুলির চাষ করার পাশাপাশি ভবিষ্যতে চারা বিক্রির মাধ্যমে স্থানীয় মানুষদেরও উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে পরিতোষবাবুর। তাঁর আশা, পুরুলিয়ার মাটিতে এইসব প্রজাতির আম সফলভাবে ফললে জেলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ গৌরমতি থেকে শুরু করে সুবর্ণরেখা, অস্টেন গোল্ড থেকে শুরু করে রেড ইভোরি- এবার পুরুলিয়ায় এমনই ২০-২৫টি বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি আমের চারা পাওয়া যাচ্ছে। কাশীপুর এলাকার বাসিন্দা পরিতোষ পাতর ভিন জেলা থেকে এই ধরনের একাধিক আম গাছের চারা সংগ্রহ করে নিজের বাড়ির বাগানে নিয়ে এসেছেন।
advertisement

নিজের বাগানে এই আম গাছগুলির চাষ করার পাশাপাশি ভবিষ্যতে চারা বিক্রির মাধ্যমে স্থানীয় মানুষদেরও উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে পরিতোষবাবুর। তাঁর আশা, পুরুলিয়ার মাটিতে এইসব প্রজাতির আম সফলভাবে ফললে জেলার কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যাবে।

আরও পড়ুনঃ খাসা গন্ধ, স্বাদে লাজবাব! শীত পড়তেই পুরুলিয়ায় ঢেলে বিক্রি হচ্ছে রাজস্থানের বাদাম, কিনতে হলে কোথায় যেতে হবে জানুন

advertisement

এই বিষয়ে পরিতোষ পাতর জানান, “পুরুলিয়ার মাটিতেও নানা ধরনের দেশি-বিদেশি আমের ফলন সম্ভব। আমি চাই, এখানকার কৃষকেরা যেন নতুন জাতের আম চাষে আগ্রহী হন। এতে একদিকে যেমন কৃষিতে বৈচিত্র্য আসবে, তেমনই জেলার অর্থনৈতিক উন্নয়নের পথও খুলে যাবে।” তিনি আরও জানান, হুগলি থেকে ২০-২৫টি প্রজাতির দেশি ও বিদেশি আমের চারা সংগ্রহ করে নিয়ে এসেছেন। গৌরমতি থেকে শুরু করে সুবর্ণরেখা, কস্তুরী, বোনাই কিং, অস্টেন গোল্ড, রেড ইভোরি সহ আরও বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
সংসারের হাল ধরতে গৃহবধূ এখন টোটো চালক! গ্রামবাসীদের ভরসার জায়গা শ্যামলী
আরও দেখুন

পরিতোষবাবুর এই প্রচেষ্টা আগামীদিনে সফল হলে পুরুলিয়ার কৃষিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে, যেখানে ঐতিহ্যবাহী ফসলের পাশাপাশি দেশি-বিদেশি আম চাষ হয়ে উঠবে জেলার নতুন সম্ভাবনা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango Cultivation: পুরুলিয়াতেই মিলতে পারে দেশি-বিদেশি আম! কৃষিক্ষেত্রে ঝড় তুলতে বড় পদক্ষেপ, সফল হলে ঘুরতে পারে চাষিদের ভাগ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল