Purulia: খাসা গন্ধ, স্বাদে লাজবাব! শীত পড়তেই পুরুলিয়ায় ঢেলে বিক্রি হচ্ছে রাজস্থানের বাদাম, কিনতে হলে কোথায় যেতে হবে জানুন

Last Updated:

Purulia: শহরের ক্রেতাদের মুখে এই বাদামের প্রশংসা শোনা যাচ্ছে। এক ক্রেতা বলেন, এই বাদাম খেতে সত্যিই অসাধারণ। রাজস্থানের মাটির গন্ধ ও খাসা স্বাদ একেবারেই আলাদা।

+
পুরুলিয়ায়

পুরুলিয়ায় রাজস্থানের বাদাম বিক্রি হচ্ছে

পুরুলিয়া, শান্তনু দাসঃ শীতের আগমনের সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে রাজস্থানের বিখ্যাত বাদাম এসে পৌঁছেছে। বছরের এই বিশেষ সময়টিতেই রাজস্থানের উর্বর মাটিতে চাষ হওয়া এই সুস্বাদু বাদাম রঘুনাথপুরের বাজারে আসে। স্বাদে অতুলনীয় এবং দামে সুলভ এই বাদাম এখন রঘুনাথপুরের বাজারে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ধানবাদের বাসিন্দা মাহবুব ইদ্রিসি প্রতিবছরের মতো এবারও রাজস্থান থেকে এই বাদাম বিক্রি করতে হাজির হয়েছেন। আর এই বাদাম শহরে আসতেই শহরবাসীর মধ্যে ব্যাপক চাহিদা দেখা দিয়েছে।
ধানবাদ নিবাসী বাদাম বিক্রেতা মেহবুব ইদ্রিসি জানান, “রাজস্থানের এই বিখ্যাত বাদাম আমি শুধুমাত্র বছরের এই সময়টাতেই রঘুনাথপুরে বিক্রি করি। গত পাঁচ বছর ধরে এখানে বিক্রি করছি। এখানকার মানুষ এই বাদাম খেতে খুব ভালবাসেন। চাহিদাও প্রচুর।”
আরও পড়ুনঃ মাশরুমের আচার-কাসুন্দি আরও অনেককিছু! সুস্বাদু পণ্য বানানোর নতুন বিজনেস আইডিয়া মহিলাদের জন্য, লাভ অনেক
অন্যদিকে ক্রেতাদের মুখেও শোনা যাচ্ছে এই বাদামের প্রশংসা। এক ক্রেতার কথায়, এই বাদাম খেতে সত্যিই অসাধারণ। রাজস্থানের মাটির গন্ধ ও খাসা স্বাদ একেবারেই আলাদা। এখন আমাদেরও সেই বাদাম খাওয়ার সুযোগ হচ্ছে। শীতের শুরুতে এই বাদাম শহরে পৌঁছে গিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজস্থানের মাটির গন্ধ ও বাদামের খাসা স্বাদে এখন রঘুনাথপুর শহর ভরে উঠেছে। শীতের শুরুতেই এই রাজস্থানি বাদাম যেন শহরের বাজারে উৎসবের আমেজ এনে দিয়েছে। ঠান্ডা হাওয়ার মধ্যেও ছড়িয়ে দিচ্ছে উষ্ণতা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia: খাসা গন্ধ, স্বাদে লাজবাব! শীত পড়তেই পুরুলিয়ায় ঢেলে বিক্রি হচ্ছে রাজস্থানের বাদাম, কিনতে হলে কোথায় যেতে হবে জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল ! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস
সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল! দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই, উত্তরের এক জেলায় বৃষ্টি
  • সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল !

  • দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

  • উত্তরের এক জেলায় বৃষ্টির পূর্বাভাস

VIEW MORE
advertisement
advertisement