TRENDING:

Purulia News: ট্রাই সাইকেলে রুজি রোজগার! ৬ জনের সংসার চালাতে প্রাণ ওষ্ঠাগত, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার ধীরেন

Last Updated:

Purulia News: শারীরিক প্রতিবন্ধকতায় হার মানেনি পুরুলিয়ার ধীরেন কালিন্দী। ট্রাই সাইকেল তার রুজি রোজগারের একমাত্র ভরসা। তাতে চেপেই মুরগুমা জলাধার ও আশেপাশের বিভিন্ন গ্রামে ঘুরে হাতে তৈরি বাঁশের জিনিস বিক্রি করে ছয়জনের সংসার চালান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুরগুমা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শারীরিক প্রতিবন্ধকতায় হার মানেনি পুরুলিয়ার ধীরেন। মনের জোরে প্রতিদিন জীবন সংগ্রামের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। ‌বিশেষভাবে সক্ষম পুরুলিয়ার ঝালদা দু’নম্বর ব্লকের মরগুমা গ্রামের বাসিন্দা ধীরেন কালিন্দী। যেহেতু তার পায়ে সমস্যা রয়েছে তাই ‌ তাকে বাঘমুন্ডি বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত দিয়েছিলেন একটি ট্রাই সাইকেল।
advertisement

আজ সেই ট্রাই সাইকেলই তার রুজি রোজগারের একমাত্র ভরসা। নিজের হাতে ঝুড়ি তৈরি করে ওই ট্রাই সাইকেলে করে মরগুমা জলাধারের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তা বিক্রি করে সংসার চালান তিনি। কারণ তার স্ত্রীও বিশেষভাবে সক্ষম। সংসারে রয়েছে দুই ছেলে দুই মেয়ে। মোট ছয়জনের সংসার এই ভাবেই প্রতিপালন করছেন তিনি। ধীরেন প্রমাণ করে দিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায় মনের জোরে।

advertisement

আরও পড়ুনঃ গাছ তলায় বইয়ের সম্ভার! দুর্গাচরণের বর্ণ পরিচয় কেন্দ্রে শিশু থেকে বয়স্কদের বই পড়ার হিড়িক, তবে শর্ত একটাই

এ বিষয়ে ধীরেন কালিন্দী বলেন, তিনি এবং তার স্ত্রী বিশেষভাবে সক্ষম। কোনওরকমে সংসার চলে তাদের। সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পান তিনি। বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো তাকে একটি ট্রাই সাইকেল দিয়েছিলেন। এই ট্রাই সাইকেলে করে মুরগুমা জলাধার ও আশেপাশের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি বাঁশের তৈরি জিনিস বিক্রি করেন। সেই অর্থ দিয়েই ছয় জনের সংসার চালান তিনি। বয়স হচ্ছে তার, তাই এখন বেশি দূর আর এই ট্রাই সাইকেল নিয়ে যেতে পারেন না তিনি।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদের ডিজিটাল চাষি! পাখি তাড়াতে বের করলেন অভিনব কৌশল, বুদ্ধির তারিফ করছেন সবাই
আরও দেখুন

তিনি চান, যদি সরকারিভাবে তাকে কোন আর্থিক সহযোগিতা করা হয় তাহলে কোনও ব্যবসা করে তিনি সংসার চালাতে পারবেন। এর পাশাপাশি ইলেকট্রিক ট্রাই সাইকেলের আবেদনও জানিয়েছেন তিনি। মনের জোর ও প্রবল সাহসিকতার জন্য বিশেষভাবে সক্ষম হয়েও জীবন যুদ্ধে হার মেনে নেননি ধীরেন কালিন্দী। প্রতিটা দিন লড়াই করে জীবনে পথে এগিয়ে চলেছেন তিনি। তার এই লড়াই বহু মানুষের অনুপ্রেরণা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ট্রাই সাইকেলে রুজি রোজগার! ৬ জনের সংসার চালাতে প্রাণ ওষ্ঠাগত, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার ধীরেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল