TRENDING:

Purulia News: সময়ের ব্যবধানেও ঐতিহ্য হারায়নি 'এই' গ্রন্থাগার, কীসের টানে নিয়মিত আসেন পাঠকেরা?

Last Updated:

Purulia News: ই-বুকের রমরমা থাকলেও লাইব্রেরি নিজের জায়গাতেই রয়েছে। ই-বুক কখনওই লাইব্রেরীর বিকল্প হতে পারেনি। পাঠকদের অভাবে বহু জায়গায় দেখা যায় অবহেলায় অযত্নে পড়েছে গ্রন্থাগারগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: বই হল মানুষের পরম বন্ধু। বইয়ের বিকল্প কিছুই হয় না। তাইতো বইপ্রেমী মানুষদের বইয়ের প্রতিদান থাকে বরাবরের। আর অজস্র বইয়ের সম্ভার মেরে লাইব্রেরীতে। তাই অনেকেই নিয়মিতভাবে লাইব্রেরী যান। বর্তমানের ই-বুকের যুগেও নিজের ঐতিহ্য হারায়নি পুরুলিয়া জেলা গ্রন্থাগার। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল পুরুলিয়া জেলা গ্ৰন্থাগার। তারপর থেকে কেটে গিয়েছে দীর্ঘ এতগুলো বছর। তবুও নিজের ঐতিহ্য ধরে রেখেছে এই গ্রন্থাগার। এই গ্রন্থাগারে বর্তমানে পাট কক্ষ রয়েছে চারটি। গ্রন্থাগার প্রতিষ্ঠা থেকে এখনও পর্যন্ত এই গ্রন্থাগারে প্রায় ১০ হাজারের কাছাকাছি সদস্য রয়েছে। এছাড়াও বর্তমানে প্রতিদিনই ১২৫ থেকে ১৩০ জন পাঠক এই গ্রন্থাগারের আসেন। সমস্ত বিষয়ের ওপর বিভিন্ন বই রয়েছে এই গ্রন্থাকারে। এছাড়াও পুরুলিয়া জেলা উপরেও বেশ কিছু বই রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৫ হাজারের কাছাকাছি বই রয়েছে জেলা লাইব্রেরীতে।
advertisement

এছাড়াও এই জেলার বিভিন্ন পত্রিকাও সংরক্ষিত করা হয় এখানে। কম্পিটিটিভ এক্সাম এর জন্য উন্নত মানের কেরিয়ার গাইড সেন্টার তৈরি রয়েছে‌। এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রীরা যথাযোগ্য পরিবেশের অভাবে বাড়িতে পড়াশোনা করতে পারে না তাদের জন্য রয়েছে ওনর (worn) বুক কর্নার। সেখানে এসে ছাত্র-ছাত্রীরা নিজেদের বই এনে পড়াশোনা করতে পারেন। রয়েছে নিউজ পেপার রিডিং সেকশন। এছাড়াও রয়েছে ফ্রি ওয়াইফাই-এর ব্যবস্থা। এই সমস্ত পরিষেবা একেবারেই বিনামূল্যে পাওয়া যায়।এ বিষয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরী ইনচার্জ মৃণাল কান্তি মন্ডল বলেন , তারা পাঠকদের সমস্ত দিক থেকেই পরিষেবা দেওয়ার চেষ্টা করে থাকেন। ‌ নিয়মিত পাঠকেরা এই লাইব্রেরীতে বই পড়তে আসেন। ‌

advertisement

আরও পড়ুন- শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ই-বুকের এই সময়তেও এই লাইব্রেরি নিজের ঐতিহ্য ধরে রেখেছে। এছাড়াও আগামী দিনে এই লাইব্রেরী নিয়ে বেশ কিছু নতুন ভাবনা-চিন্তা রয়েছে তাদের। এ বিষয়ে পাঠকেরা বলেন , তারা লাইব্রেরী কর্তৃপক্ষের কাছ থেকে সবরকম ভাবে সহযোগিতা পান। এই লাইব্রেরী পরিষেবা ভীষণই ভাল। ই-বুকের রমরমা থাকলেও লাইব্রেরি নিজের জায়গাতেই রয়েছে। ই-বুক কখনওই লাইব্রেরীর বিকল্প হতে পারেনি।

advertisement

পাঠকদের অভাবে বহু জায়গায় দেখা যায় অবহেলায় অযত্নে পড়েছে গ্রন্থাগার গুলি। সেখানে দাঁড়িয়ে এই জেলা গ্ৰন্থাগার অন্যরকম নজির সৃষ্টি করেছে। সম্প্রতি পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে হাইমাস লাইটেরও ব্যবস্থা করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সময়ের ব্যবধানেও ঐতিহ্য হারায়নি 'এই' গ্রন্থাগার, কীসের টানে নিয়মিত আসেন পাঠকেরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল