TRENDING:

মশাল হাতে গ্রামবাসীদের প্রতিরোধ, প্রাণ বাঁচাতে 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাত দল! ২০০ ধরে হচ্ছে শক্তি ও ঐক্যের আরাধনা

Last Updated:

Purulia News : ডাকাতির ছক বানচাল করতে ২০০ বছর আগে শুরু হয়েছিল মশাল মিছিল। ‌আজও সেই ধারা বজায় রয়েছে পুরুলিয়ায়। কালীপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাঁদনা পরব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি‌ : ডাকাতির ছক বানচাল করতে ২০০ বছর আগে শুরু হয়েছিল মশাল মিছিল। ‌আজও সেই ধারা বজায় রয়েছে পুরুলিয়ায়। কালীপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বাঁদনা পরব। এই সময় পুরুলিয়ার প্রায় প্রতিটি গ্রামে, গ্রামে হয়ে থাকে বাঁদনা পরব ও গো-বন্দনা। চারদিন ব্যাপী গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষ খুবই ব্যস্ততার মধ্যে থাকেন।‌ চারিদিকে উৎসবের আমেজ দেখতে পাওয়া যায়।
advertisement

বিগত বহুকাল আগে বাঁদনা পরবের এই সময়কে কাজে লাগিয়ে প্রতিবছর ডাকাতের দল মাঠের ফসল (ধান) লুট করে নিয়ে যেত। তাতে ব্যাপক ক্ষয় ক্ষতির মুখে পড়তে হত চাষিদের। একটা সময় পর এই ডাকাতি প্রতিরোধ করতে মাতৃ মূর্তি নিরঞ্জনের পূর্বে পুরুলিয়ার হুড়ার বড়গ্রামে মায়ের মন্দিরে নেওয়া হয়েছিল শপথ। এলাকার হাজার হাজার মানুষ সেদিন মশাল হাতে জড়ো হয়েছিলেন ওই গ্রামে।

advertisement

আরও পড়ুন : শুধু রোপন করে দায়িত্ব শেষ নয়, ফোঁটা দিয়ে ভাইয়ের মত গাছ রক্ষার আবেদন! পরিবেশ রক্ষায় পুলিশের উদ্যোগ

গ্রামবাসীদের একতার সামনে ডাকাতদের প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। গ্রামবাসীদের ঐক্যের কাছে পিছু হটেছিল ডাকাত দল। আর তখন থেকেই ভাই দ্বিতীয়ার দিন মায়ের মন্দিরে মশাল হাতে পৌঁছন এলাকার হাজার হাজার মানুষ। প্রতিমা নিরঞ্জনের পূর্বে মশাল জ্বালিয়ে গ্রাম পরিক্রমা করে ঐক্য শক্তির আরাধনায় মত্ত হন তারা। প্রতিবছরের মতো এবছরও সেই একই ভাবে ঐক্য শক্তির আরাধনা করতে দেখা যায় গ্রামবাসীদের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এই বিষয়ে মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘ বহু বছর আগে এই রীতি প্রচলিত হয়েছিল এই গ্রামে। ‌ তাদের পূর্বপুরুষের আমল থেকে এই উৎসব হয়ে আসছে। ‌আজও সেই ধারা অব্যাহত রয়েছে। ‌ভাইফোঁটার রাতে একেবারে উৎসবের চেহারা নেয় গোটা বড়গ্রাম। হাতে মশাল নিয়ে অভিনব কায়দায় প্রতিমা নিরঞ্জন হতে দেখা যায় এই গ্রামে। ‌ একেবারে উৎসবের চেহারা নেয় চারিদিক। ‌ঐক্য শক্তির মাধ্যমে প্রতিমা নিরঞ্জনে মেতে ওঠে গোটা গ্রাম। ‌

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মশাল হাতে গ্রামবাসীদের প্রতিরোধ, প্রাণ বাঁচাতে 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাত দল! ২০০ ধরে হচ্ছে শক্তি ও ঐক্যের আরাধনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল