Bhaiphonta : শুধু রোপন করে দায়িত্ব শেষ নয়, ফোঁটা দিয়ে ভাইয়ের মত গাছ রক্ষার আবেদন! পরিবেশ রক্ষায় পুলিশের উদ্যোগ
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Bhaiphonta : বৃক্ষ সংরক্ষণের বার্তা দিতে রায়দিঘিতে গাছে ফোঁটা দিল পুলিশকর্মীরা। সকাল থেকেই পুলিশ কর্মীরা নতুন পোশাকে সজ্জিত হয়ে গাছে ফোঁটা দেওয়ার প্রস্তুতি শুরু করেন।
advertisement
1/6

বৃক্ষ সংরক্ষণের বার্তা দিতে রায়দিঘিতে গাছে ফোঁটা দিল পুলিশকর্মীরা। সকাল থেকেই পুলিশ কর্মীরা নতুন পোশাকে সজ্জিত হয়ে গাছে ফোঁটা দেওয়ার প্রস্তুতি শুরু করেন। সমস্ত কিছু দেখভাল করেন রায়দিঘি থানার আইসি মানস চ্যাটার্জি। <strong>(ছবি ও তথ্য : নবাব মল্লিক)</strong>
advertisement
2/6
আসলে রায়দিঘি এলাকাটি সুন্দরবন এলাকার মধ্যে পড়ে। এই এলাকায় গাছ বসানোর প্রয়োজন নিয়ে সারাবছর কর্মসূচি করে থাকে রায়দিঘি থানা ও মথুরাপুর ২ নং ব্লক প্রশাসন।
advertisement
3/6
সারাবছর বসানো গাছগুলি কতটা বড় হল সেইগুলিও খতিয়ে দেখা হয়। সেই গাছগুলিতেও ফোঁটা দেওয়া হয়। এই কর্মসূচি নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।
advertisement
4/6
ভাইফোঁটার দিনে গাছে ফোঁটা দিয়ে বৃক্ষরোপণের বার্তা ও প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি সেই গাছগুলি যত্ন করে ভাইয়ের মত বড় করার বার্তা দিতেই পুলিশের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে।
advertisement
5/6
গাছে ফোঁটা দেওয়া শেষ হলেই থানা প্রাঙ্গণে গত ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল। পুলিশকর্মীদেরও ফোঁটা দেওয়া হয়। ভাইফোঁটা উপলক্ষ্যে থানা প্রাঙ্গণে উৎসবের মেজাজে মেতে উঠেছিল।
advertisement
6/6
পুলিশের পক্ষ থেকে সামাজিক বার্তা দিতে একাধিক কর্মসূচি পালন করা হয়। তবে এই ভাইফোঁটার কর্মসূচি সকলের মনে জায়গা করে নিয়েছে। এখানে যারা এসেছিলেন তারা বাড়িতে গিয়ে গাছ যত্ন করে বড় করে তোলার বার্তা দেবেন বলে জানা গিয়েছে। <strong>(ছবি ও তথ্য: নবাব মল্লিক)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Bhaiphonta : শুধু রোপন করে দায়িত্ব শেষ নয়, ফোঁটা দিয়ে ভাইয়ের মত গাছ রক্ষার আবেদন! পরিবেশ রক্ষায় পুলিশের উদ্যোগ