সম্প্রতি তার নিজের কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে মঞ্চস্থ তার ছৌ নৃত্য আবারও একবার সকলের মন জয় করল। নৃত্যে ভরপুর আবেগ, ছন্দ আর নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হয়ে তাকে সম্মান ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। দেবজিৎয়ের এই সাফল্য, তার প্রতিভা, পরিশ্রম এবং ঐতিহ্যবাহী পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রতি অটুট নিষ্ঠারই প্রমাণ।
advertisement
দেবজিৎ বাস্কে
নিজের কলেজে অনুষ্ঠান করে দেবজিৎ জানান, “খুব ভাল লাগলো নিজের কলেজে ছৌ নৃত্য পরিবেশন করতে পেরে। আগামী দিনে আমার স্বপ্ন রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যকে আরও দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার।” দেবজিৎ আরও জানান, ছৌ নৃত্যের জন্য ছোটবেলা থেকে কোনও প্রথাগত প্রশিক্ষণ তিনি নেননি। ইউটিউবে অন্যদের নাচ দেখে ছৌ নৃত্য শিখেছেন। বর্তমানে যে ছৌ নৃত্যের দলের সঙ্গে তিনি কাজ করেন, সেই দলের সদস্যদের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নিয়ে তিনি তার নিজস্ব ভঙ্গিতে নাচ করেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিজের অভিজ্ঞতা এবং শিখে নেওয়া নৈপুণ্যকেই দেবজিৎ তার নৃত্যে প্রতিফলিত করেন। দেবজিৎ বাস্কের এই নিষ্ঠা, অধ্যবসায় এবং স্বপ্ন দেখার সাহস পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আধুনিক দুনিয়ায় আরও তুলে ধরার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।





