TRENDING:

Chhau Dance: ইউটিউব দেখে ছৌ নাচ শিখে তাক লাগাচ্ছেন পুরুলিয়ার কলেজ ছাত্র! মুগ্ধ সকলে, বিশ্বমঞ্চে জেলার গৌরব ছড়ানোর স্বপ্ন, রইল ভিডিও

Last Updated:

Chhau Dance: পুরুলিয়া জেলার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র দেবজিৎ বাস্কে ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি গভীর অনুরাগী। কোন প্রথাগত প্রশিক্ষণ তাঁর নেই। ইউটিউব দেখে ছৌ নৃত্য শিখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র দেবজিৎ বাস্কে ছোটবেলা থেকেই ছৌ নৃত্যের প্রতি গভীর অনুরাগী। প্রাচীন এই নৃত্যশৈলীর প্রতি তার ভালবাসাই তাকে আজ পর্যন্ত প্রায় দুই শতাধিক ছৌ নৃত্যের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার অনুপ্রেরণা জুগিয়েছে। হুড়ার কেশরগড়ের শালগাড়া গ্রামের বাসিন্দা দেবজিৎ পড়াশোনার পাশাপাশি ছৌ নৃত্যের মধ্য দিয়ে নিজেকে একটি বিশেষ জায়গায় প্রতিষ্ঠিত করেছেন আজ।
advertisement

সম্প্রতি তার নিজের কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে মঞ্চস্থ তার ছৌ নৃত্য আবারও একবার সকলের মন জয় করল। নৃত্যে ভরপুর আবেগ, ছন্দ আর নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হয়ে তাকে সম্মান ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। দেবজিৎয়ের এই সাফল্য, তার প্রতিভা, পরিশ্রম এবং ঐতিহ্যবাহী পুরুলিয়ার ছৌ নৃত্যের প্রতি অটুট নিষ্ঠারই প্রমাণ।

আরও পড়ুনঃ দিল্লি বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ, ৪৪টি সিসিটিভি দিয়ে মোড়ানো হল ফরাক্কা শহর, কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা নজরদারি

advertisement

View More

দেবজিৎ বাস্কে

নিজের কলেজে অনুষ্ঠান করে দেবজিৎ জানান, “খুব ভাল লাগলো নিজের কলেজে ছৌ নৃত্য পরিবেশন করতে পেরে। আগামী দিনে আমার স্বপ্ন রয়েছে পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্যকে আরও দূর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার।” দেবজিৎ আরও জানান, ছৌ নৃত্যের জন্য ছোটবেলা থেকে কোনও প্রথাগত প্রশিক্ষণ তিনি নেননি। ইউটিউবে অন্যদের নাচ দেখে ছৌ নৃত্য শিখেছেন। বর্তমানে যে ছৌ নৃত্যের দলের সঙ্গে তিনি কাজ করেন, সেই দলের সদস্যদের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নিয়ে তিনি তার নিজস্ব ভঙ্গিতে নাচ করেন।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখে ছৌ নাচ শিখে তাক লাগাচ্ছেন পুরুলিয়ার কলেজ ছাত্র! রইল ভিডিও
আরও দেখুন

নিজের অভিজ্ঞতা এবং শিখে নেওয়া নৈপুণ্যকেই দেবজিৎ তার নৃত্যে প্রতিফলিত করেন। দেবজিৎ বাস্কের এই নিষ্ঠা, অধ্যবসায় এবং স্বপ্ন দেখার সাহস পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যকে আধুনিক দুনিয়ায় আরও তুলে ধরার পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhau Dance: ইউটিউব দেখে ছৌ নাচ শিখে তাক লাগাচ্ছেন পুরুলিয়ার কলেজ ছাত্র! মুগ্ধ সকলে, বিশ্বমঞ্চে জেলার গৌরব ছড়ানোর স্বপ্ন, রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল