TRENDING:

Kali Puja 2025: পুরুলিয়া কাঁপাচ্ছে মাত্র আড়াই লক্ষ বাজেটের কালীপুজো! থিমের চমকে উঠে এসেছে 'মহাকুম্ভ', মন ভাল করে দেওয়া আয়োজন 'এই' ক্লাবের

Last Updated:

পুরুলিয়া জেলার আদ্রার কালী পুজো এবার জেলার মধ্যে এক বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে দর্শনার্থীদের কাছে। প্রায় অর্ধশতাব্দী পুরনো এই পুজো এবার দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে সকলের মনোমুগ্ধকর ‘মহাকুম্ভ’ থিমের মাধ্যমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রার মুক্ত দল ক্লাবের কালীপুজো এবার জেলার মধ্যে এক বিশেষ আকর্ষণ নিয়ে হাজির হয়েছে দর্শনার্থীদের কাছে। প্রায় অর্ধশতাব্দী পুরনো এই পুজো এবার দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে সকলের মনোমুগ্ধকর ‘মহাকুম্ভ’ থিমের মাধ্যমে।
advertisement

যেখানে শিল্প ও ভক্তির এক মেলবন্ধন তৈরি করা হয়েছে। শিল্প, আধ্যাত্মিকতা ও ভক্তির অনন্য সংমিশ্রণে তৈরি এই থিমে মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে কুম্ভ মেলার বাস্তব পরিবেশ। আলোকসজ্জা, ভাস্কর্য ও নিখুঁত শৈল্পিক সাজসজ্জার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে সেই ঐতিহ্যবাহী মেলার পটভূমি।

আরও পড়ুন: দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য, না দেখলে পস্তাতে হবে

advertisement

View More

এবার পুরুলিয়ার এই পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। চমৎকার কারুকার্য, আলোকসজ্জা ও থিমের বাস্তব রূপায়ণে মণ্ডপটি যেন দর্শনার্থীদের নিয়ে যাচ্ছে কুম্ভমেলার পবিত্র আবহে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই পুজো মণ্ডপ ইতিমধ্যেই জেলার নানা প্রান্ত থেকে আগত মানুষের নজর কেড়েছে। মণ্ডপের ভেতরে কুম্ভমেলার পরিবেশকে জীবন্ত করে তুলেছে সাধু, সন্ন্যাসীদের উপস্থিতি ও তাদের জীবনযাপনের নিখুঁত প্রতিচ্ছবি। যেখানে নিরাপত্তা ব্যবস্থার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর, ভারতের সেনা জওয়ানদের প্রতীকী উপস্থিতি মণ্ডপের শৃঙ্খলা ও সুরক্ষার বার্তাকে আরও জোরদার করেছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মণ্ডপে এখন এক অনন্য অভিজ্ঞতা, যেখানে ভক্তি ও শিল্পের মিলনে সৃষ্টি হয়েছে এক অপূর্ব ‘মহাকুম্ভ’ আবহ, যা পুরুলিয়ার কালীপুজোর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: পুরুলিয়া কাঁপাচ্ছে মাত্র আড়াই লক্ষ বাজেটের কালীপুজো! থিমের চমকে উঠে এসেছে 'মহাকুম্ভ', মন ভাল করে দেওয়া আয়োজন 'এই' ক্লাবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল