যেখানে শিল্প ও ভক্তির এক মেলবন্ধন তৈরি করা হয়েছে। শিল্প, আধ্যাত্মিকতা ও ভক্তির অনন্য সংমিশ্রণে তৈরি এই থিমে মণ্ডপের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে কুম্ভ মেলার বাস্তব পরিবেশ। আলোকসজ্জা, ভাস্কর্য ও নিখুঁত শৈল্পিক সাজসজ্জার মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে সেই ঐতিহ্যবাহী মেলার পটভূমি।
আরও পড়ুন: দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য, না দেখলে পস্তাতে হবে
advertisement
এবার পুরুলিয়ার এই পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা। চমৎকার কারুকার্য, আলোকসজ্জা ও থিমের বাস্তব রূপায়ণে মণ্ডপটি যেন দর্শনার্থীদের নিয়ে যাচ্ছে কুম্ভমেলার পবিত্র আবহে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে সাজানো এই পুজো মণ্ডপ ইতিমধ্যেই জেলার নানা প্রান্ত থেকে আগত মানুষের নজর কেড়েছে। মণ্ডপের ভেতরে কুম্ভমেলার পরিবেশকে জীবন্ত করে তুলেছে সাধু, সন্ন্যাসীদের উপস্থিতি ও তাদের জীবনযাপনের নিখুঁত প্রতিচ্ছবি। যেখানে নিরাপত্তা ব্যবস্থার দিকেও রাখা হয়েছে বিশেষ নজর, ভারতের সেনা জওয়ানদের প্রতীকী উপস্থিতি মণ্ডপের শৃঙ্খলা ও সুরক্ষার বার্তাকে আরও জোরদার করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মণ্ডপে এখন এক অনন্য অভিজ্ঞতা, যেখানে ভক্তি ও শিল্পের মিলনে সৃষ্টি হয়েছে এক অপূর্ব ‘মহাকুম্ভ’ আবহ, যা পুরুলিয়ার কালীপুজোর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।