শ্রীকৃষ্ণভাবনামৃত আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই থিমে তৈরি হয়েছে এক বিশাল ও শৈল্পিক মণ্ডপ যা দর্শনার্থীদের নিয়ে যাবে মায়াপুরের পবিত্র পরিবেশে। মণ্ডপের কাঠামো, অলংকরণ ও আলোকসজ্জায় রয়েছে ইসকন স্থাপত্যের নিখুঁত প্রতিফলন। এবারের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী, মণ্ডপের জাঁকজমক, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা এবং আয়োজনেও রয়েছে রাজকীয় ছোঁয়া। মণ্ডপ নির্মাণে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, দর্শনার্থীদের মনে আধ্যাত্মিক অনুভব জাগানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: নবমীর রাতে ঠাকুর দেখতে যাওয়ায় কাল হল দম্পতির! গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্ত্রীর
পুজো কমিটির সদস্যরা বলেন, “প্রতি বছর আমরা চেষ্টা করি জেলার মানুষদের জন্য নতুন কিছু উপহার দিতে। এবছর মায়াপুরের ইসকন মন্দিরের আদলে থিম নির্মাণ করে আমরা চেয়েছি দর্শনার্থীদের এক অনন্য, স্মরণীয় অভিজ্ঞতা দিতে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই পুজো সবার হৃদয়ে ছাপ ফেলবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৪৫ বছরের এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আদ্রার এক জীবন্ত সংস্কৃতি। এবারে সেই সংস্কৃতিতে যুক্ত হয়েছে ভক্তি, ভাবনা ও শিল্পের অপূর্ব মেলবন্ধন।