পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে জেলা জুড়ে “শিল্পের সমাধানে” নামে কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে মোট ১৩৭ টি শিল্পের সমাধান নামে কর্মসূচি আয়োজন করা হচ্ছে। যেখানে জেলা জুড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রয়োজনীয় সহায়তা মিলছে। পাশাপাশি বর্তমানে যারা স্কুল ছাত্র ছাত্রী, আগামীতে তাদের উদ্যোগপতি করে তুলতে সঠিক দিশা দেখানো হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে এই কর্মসূচি শুরু হল। জেলার শুধু পটাশপুর নয় হলদিয়া, নন্দীগ্রাম ১, কোলাঘাট ও সুতাহাটা সহ বিভিন্ন ব্লকে এই কর্মসূচি চলছে। উপকৃত হবেন ছোট ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা।
advertisement
আরও পড়ুন : জমি নিয়ে গ্রামে বিবাদ, রণক্ষেত্র এলাকা! সমাধানে গিয়ে মাথা ফাটল আইসি’র! মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা
এ বিষয়ে পটাশপুর ২ নং ব্লকের ভিডিও শঙ্খ ঘটক জানান, “সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও কুটির শিল্পে এগিয়ে। দেশে ক্ষুদ্র ও কুটির শিল্প থেকে উৎপাদিত দ্রব্যের প্রায় ৬০ শতাংশ উৎপন্ন হয় পশ্চিমবঙ্গ থেকে। রাজ্যের প্রতিটি ব্লকেই কোনও না কোনও ক্ষুদ্র ও কুটির শিল্প রয়েছে। সেইসব উদ্যোগপতিদের সুবিধা দিতে এবং নতুন করে কর্মসংস্থান তৈরি করতে শিল্পের সমাধান নামে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের মত পটাশপুর ২ ব্লকেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত থাকা উদ্যোগপতিদের বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি নতুন করে কর্মসংস্থান তৈরি করতে স্কুল ছাত্র-ছাত্রীদের ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব বোঝানো হচ্ছে।” ক্ষুদ্র কুটির শিল্পের মার্কেট কতটা রয়েছে তা তুলে ধরা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কুটির শিল্প, মৎস চাষ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম নথিভুক্তকরণ ও স্বল্প সুদে ব্যাঙ্ক ঋণ প্রদান সহ একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে এই শিল্পের সমাধান নামক সহায়তা শিবির থেকে। কুটির শিল্পের প্রয়োজনে আবেদনকারীকে সরকারি জমি প্রদানের ব্যবস্থা রয়েছে এই শিবিরে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের ছোট ও মাঝারি শিল্প রয়েছে। যেগুলি বিশেষ করে ব্যক্তিগত উদ্যোগেই গড়ে উঠেছে। এই শিল্পের প্রসারে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যজুড়েই কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে জেলায় জেলায় ছোট ও মাঝারি শিল্পের প্রসার বাড়াতে উদ্যোগী হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্র তাই জেলা জুড়ে শিল্প সমাধান নামে কর্মসূচি গ্রহণ করেছে।





