Murshidabad News : জমি নিয়ে গ্রামে বিবাদ, রণক্ষেত্র এলাকা! সমাধানে গিয়ে মাথা ফাটল আইসি'র! মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা

Last Updated:

Murshidabad News : জমি সংক্রান্ত বিবাদের বচসা মেটাতে গিয়ে আক্রান্ত হল খোদ থানার আইসি। কান্দি থানার গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

গ্রামে উত্তেজনার পরিস্থিতি
গ্রামে উত্তেজনার পরিস্থিতি
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : জমি সংক্রান্ত বিবাদের বচসা মিটাতে গিয়ে আক্রান্ত হল খোদ থানার আইসি। ঘটনাকে কেন্দ্র করে উতপ্ত হল মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ ১ গ্রাম পঞ্চায়েত এলাকা। আহত হলেন কান্দি থানার আইসি মৃণাল সিনহা, ও পুলিশ কর্মী মফিজুল হক ও জামিউল হক। এই ঘটনায় আইসি মৃণাল সিনহার মাথায় আঘাত লেগেছে। একাধিক সেলাই করা হয়েছে মাথায়।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে গোকর্ণ ১নং গ্রাম পঞ্চায়েত এলাকায় চার বিঘা চাষের জমি নিয়ে একটি বিবাদ তৈরি হয়। আর সেই বিবাদের কারণেই বচসা ও মারামারি হয় দুই পক্ষের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক সাস্রেক আম্বেদর, কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
দুই পক্ষের বচসা থামাতে গিয়ে কান্দি থানার আইসি মৃণাল সিনহার মাথায় বাঁশ দিয়ে আঘাতে করে, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। মাথা ফেটে যায় পুলিশের। এছাড়াও আহত হন আরও দুইজন পুলিশ কর্মী। সকলকেই উদ্ধার করে তড়িঘড়ি গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ। একাধিক মোটর বাইকও ভাঙচুর করা হয়েছে। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শুক্রবার দুপুরে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। তড়িঘড়ি পুলিশ আসতেই পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News : জমি নিয়ে গ্রামে বিবাদ, রণক্ষেত্র এলাকা! সমাধানে গিয়ে মাথা ফাটল আইসি'র! মুর্শিদাবাদে তুমুল উত্তেজনা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের নেই, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, দেখে নিন
  • দক্ষিণে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না

  • উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement