Space Learning : বিকেল পাঁচটাতেও ছুটি হল না, আটটা পর্যন্ত স্কুলেই থাকল পড়ুয়ারা! ভূগোল শেখানোর অন্য উপায় খুঁজলেন শিক্ষকরা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Space Learning : ১১ টা থেকে বিদ্যালয় শুরু, শেষ প্রায় রাত্রি আটটায়। পড়াশোনার সঙ্গে পড়ুয়ারা দেখল মহাকাশ, জানল টেলিস্কোপ সম্পর্কে।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ : স্কুল ছাত্র ছাত্রীদের কাছে দ্বিতীয় ঘর, আর শিক্ষক-শিক্ষিকা পড়ুয়াদের কাছে দ্বিতীয় অভিভাবক। তবে দশটা থেকে চারটা বিদ্যালয়ে নয়, পড়ুয়ারা বিদ্যালয়ে থাকল রাত পর্যন্ত। দিনের বেলায় শুধু পড়াশোনা নয়, রাতের বেলায় খেলার ছলে পড়াশোনা, আকাশ দেখা এমনকী সৌরজগৎ এর সম্পর্কে নানান জিনিস দেখায় বেশ আনন্দিত তারা। অত্যন্ত গ্রামের ছোট্ট এক প্রাথমিক বিদ্যালয়ের এমন ভাবনা নজর কেড়েছে সকলের।
বদলে দিয়েছে তথাকথিত বিদ্যালয়ের চলমান পঠন-পাঠনকে। শীতের দিন। সেই সকাল ১১ টা থেকে বিদ্যালয় শুরু, শেষ প্রায় রাত্রি আটটায়। তবে এদিন বিদ্যালয়ে পড়াশোনা নয়, ছাত্র-ছাত্রীরা পড়ার ছলে শিখেছে নানান জিনিস। দেখেছে মহাকাশ, জেনেছে টেলিস্কোপ সম্পর্কে। শুধু তাই নয়, বিজ্ঞানের নানা বিষয়ের মধ্যে যেমন ম্যাজিক, সচেতনতার জন্য কথা বলা পুতুল, এছাড়াও গল্প লেখা কবিতা লেখা সহ নানান জিনিস উপলব্ধি করেছে তারা।
advertisement
আরও পড়ুন : কলকাতা দেখার ইচ্ছায় বাড়ি থেকে হাওয়া, হাতের টাকা শেষ হতেই কেলঙ্কারি কাণ্ড! পুলিশের উদ্যোগে ফিরল ৩ পড়ুয়া
advertisement
বিদ্যালয় যেখানে চারটার সময় ছুটি হয়, সেখানে পড়ুয়ারা থাকল রাত্রি আটটা পর্যন্ত। এরপরেও যেন ক্লান্তি নেই তাদের। ১৪ নভেম্বর শিশু দিবস। তথাকথিত পড়াশোনা নয়, পড়াশোনার বাইরে তাদের মানসিক বৃদ্ধি, তাদের সৃজনশীল ভাবনা, সমাজ সম্পর্কে তাদের সচেতনতা এবং বিজ্ঞানের নানা বিষয় তাদের সামনে তুলে ধরা হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যালয়ে কাটাল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বেজদা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিদিনই দশটা থেকে চারটা পর্যন্ত বিদ্যালয় হয় পাঠ্যপুস্তকের পড়াশোনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এদিন পড়াশোনার বাইরে গিয়েও খেলার ছলে পড়াশোনা করেছে খুদে পড়ুয়ারা। আর এতে বেজায় খুশি তারা। তথাকথিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে প্রত্যন্ত গ্রামের মধ্য দিয়ে গোটা সমাজকে সচেতন করা এবং ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সংস্কৃতি চর্চার ভাব তৈরি করতে এই উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের। বিদ্যালয়ে এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 14, 2025 1:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Space Learning : বিকেল পাঁচটাতেও ছুটি হল না, আটটা পর্যন্ত স্কুলেই থাকল পড়ুয়ারা! ভূগোল শেখানোর অন্য উপায় খুঁজলেন শিক্ষকরা
