কলকাতা দেখার ইচ্ছায় বাড়ি থেকে হাওয়া, হাতের টাকা শেষ হতেই কেলঙ্কারি কাণ্ড! পুলিশের উদ্যোগে ফিরল ৩ পড়ুয়া
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Student Missing : কলকাতা দেখার ইচ্ছা নিয়ে স্কুল থেকে পালিয়েছিল তিনি পড়ুয়া, নিউটাউন থেকে উদ্ধার করল পুলিশ।
দিঘা, মদন মাইতি : বহুদিনের ইচ্ছে, একবার কাছ থেকে কলকাতা দেখার। কেমন দেখতে বড় শহরের ব্যস্ত রাস্তা, তা দেখার ইচ্ছা নিয়ে তিন কিশোরকে এমন পথে নিয়ে গেল, যার পরিণতিতে শেষমেশ পুলিশি উদ্ধারে ফিরতে হল। দিঘা মোহনা কোস্টাল থানা এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর, প্রায় ২০০ কিলোমিটার দূরে কলকাতার নিউটাউন থেকে উদ্ধার হল তিন পড়ুয়া। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া তিন কিশোর দিঘার একটি স্কুলের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়া। দিঘা থেকে হঠাৎ কলকাতায় পালিয়ে এল কেন তারা? স্থানীয় থানায় নিয়ে যাওয়ার পর তিনজনই জানায়, বহুদিন ধরে কলকাতা দেখার ইচ্ছা ছিল।
তিন পড়ুয়ার বক্তব্য টিভিতে মিছিল, সভা, বড় বড় রাস্তাঘাট দেখে তাদের আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। অবশেষে বাড়িতে কিছু না বলে তারা নিজেদের পরিকল্পনা মত স্কুল থেকে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেয়। ঘটনাটির শুরু মঙ্গলবার সকালে। সেদিন প্রত্যেকেই যথারীতি স্কুলে গিয়েছিল। কিন্তু তাদের আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করেন শিক্ষকরা। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি তিন ছাত্রের পরিবারের সদস্যদের জানানোর পরও অভিভাবকরা তেমন গুরুত্ব দেননি। স্কুল ছুটির আগেই তিনজন জামা বদলে স্কুল থেকে বেরিয়ে পড়ে এবং বড় রাস্তা থেকে কলকাতাগামী একটি বাসে উঠে পড়ে। তাদের প্রত্যেকের কাছেই টিফিন খরচের কিছু টাকা ছিল। সেই টাকাতেই একমুখো বাসভাড়া দেয় তারা।
advertisement
আরও পড়ুন : ডামডিমে দাঁতালের তাণ্ডব! হাতি তাড়াতে গিয়ে চাঞ্চল্য, বনকর্মীদের ছররা গুলিতে একসঙ্গে আহত ৯ গ্রামবাসী
advertisement
রাতে কলকাতায় পৌঁছে কোনও পরিকল্পনা না থাকায় ফুটপাতেই রাত কাটায় তিন কিশোর। অল্প যে টাকা ছিল, তা দিয়ে তারা কিনে খায় এগরোল। বাইরে থাকার প্রথম রাতেই বাস্তবের কলকাতা তাদের সামনে কঠিনভাবে ধরা দেয়। অন্যদিকে, বাড়ি না ফেরায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই উৎকণ্ঠা বাড়তে থাকে তিন পরিবারে। অন্ধকার নামলেও ছেলেদের খোঁজ না মেলায় প্রতিবেশী, বন্ধু-বান্ধব এমনকি আশপাশের বাড়িগুলিতেও খোঁজাখুঁজি শুরু হয়। কোনও সূত্র না পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ তিন কিশোরের পরিবার দিঘা মোহনা কোস্টাল থানায় নিখোঁজ ডায়েরি করে। নাবালক হওয়ায় পুলিশ সঙ্গে সঙ্গে অপহরণ মামলা রুজু করে তদন্তে নামে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্য়দিকে বুধবার সকালে তিনজনের হাতে থাকা টাকা একেবারে ফুরিয়ে যায়। বাধ্য হয়ে এক কিশোর ফোন করে মাকে জানায় তারা কলকাতায় আছে। তবে সঠিক অবস্থান জানাতে চায়নি। এরপরেই পরিবারের সদস্যরা দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ মোবাইল নম্বর ট্র্যাক করে জানতে পারে, ফোনটি নিউটাউন এলাকার। সঙ্গে সঙ্গে দিঘা মোহনা থানার একটি দল কলকাতার উদ্দেশে রওনা দেয় এবং স্থানীয় নিউটাউন থানার সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে একটি হোটেল থেকে তিন কিশোরকে উদ্ধার করা হয়। এরপর তাদের দিঘায় ফিরিয়ে আনা হয়। পরিবারকে তারা জানায়, কলকাতায় এসে কোনও ছোটখাটো কাজ করবে এমন একটি পরিকল্পনাও ছিল তাদের মনে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
November 14, 2025 12:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা দেখার ইচ্ছায় বাড়ি থেকে হাওয়া, হাতের টাকা শেষ হতেই কেলঙ্কারি কাণ্ড! পুলিশের উদ্যোগে ফিরল ৩ পড়ুয়া

