TRENDING:

East Medinipur News: বড়দিনের রাতে চরম সর্বনাশ! দিঘার কাছে সাংঘাতিক অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি ব্যবসায়ীদের

Last Updated:

Purba Medinipur Shop Fire: বড়দিনের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল দিঘা। রামনগরের বালকবার বাজার এলাকায় গভীর রাতে দাউদাউ করে জ্বলল আগুন। পুড়ে ছাই হয়ে গেল দু'টি প্রসিদ্ধ মিষ্টির দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর, পূর্ব বর্ধমান, মদন মাইতি: বড়দিনের আনন্দের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ আগুনের সাক্ষী হল পূর্ব মেদিনীপুর। দিঘার কাছেই গভীর রাতে দাউদাউ করে জ্বলল আগুন। পুড়ে ছাই হয়ে গেল দু’টি প্রসিদ্ধ মিষ্টির দোকান। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বালকবার বাজার এলাকায়।
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে প্রায় ২টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে বাজারের একটি মিষ্টির দোকানে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি মিষ্টির দোকানে। আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় পুরো দোকান।

আরও পড়ুনঃ চুনো মাছ বাঁচাতে মন্ত্রীর উদ্যোগ! পূর্বস্থলীর জলাশয়ে শুরু খাল-বিল উৎসব, পিঠেপুলির স্বাদে আনন্দ দ্বি’গুণ

advertisement

রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনের ভয়াবহ দৃশ্য প্রথম দেখতে পান এলাকার এক পানচাষি। ভোররাতে পান দিতে গিয়েই তিনি আগুন দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ছুটে গিয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দেন। খবর পেয়ে শীতের রাত উপেক্ষা করে বহু স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে আগুন ভয়ংকর রূপ নিয়েছে। দোকান দু’টি পুরোপুরি আগুনে ছড়িয়ে পড়ে। পাশেই থাকা একটি স্টেশনারি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই দোকানটিও পুড়ে ছাই হয়ে যায়।

advertisement

View More

আরও পড়ুনঃ জন্মদিনে দেবের ডবল উপহার! ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হকের বায়োপিকে মেগাস্টার, সামনে এল পোস্টার

স্থানীয় বাসিন্দারা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। জল ও বালতি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে। এরপর খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতার কারণে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে সব শেষ। দুটি মিষ্টির দোকান এবং একটি স্টেশনারি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অযোধ্যা পাহাড়ে পর্যটকদের জন্য বড় সুখবর! তৈরি হল এক নতুন আকর্ষণ
আরও দেখুন

কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। দমকলের প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। বালকবার বাজারের মিষ্টি ব্যবসায়ী হরিপদ নায়েক ও স্বপন নায়েক দীর্ঘদিন ধরে এই বাজারে ব্যবসা করতেন। বড়দিনের পর এমন সর্বনাশে মাথায় হাত পড়েছে তাঁদের। দোকানে থাকা কেক, মিষ্টি, ফ্রিজ ও অন্যান্য সামগ্রী সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। গোটা ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বড়দিনের রাতে চরম সর্বনাশ! দিঘার কাছে সাংঘাতিক অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতি ব্যবসায়ীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল