মন্তেশ্বরের আটাশপুর গ্রামের বাসিন্দা ওবাইদুল্লা মল্লিক মালডাঙ্গা আরএন ইনস্টিটিউটের পড়ুয়া। এ'বছর তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গতকাল সন্ধ্যায় মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি, রাস্তায় সাপের ছোবলে আহত হন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন । বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। এদিকে আজ, মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পরীক্ষা। ওবাইদুল্লা মল্লিক মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেডে বসেই সেই পরীক্ষা দিলেন।
advertisement
আরও পড়ুন: তাপপ্রবাহ জারি নদিয়াতেও, হিটস্ট্রোক এড়াতে চিকিৎসকদের পরামর্শ
অন্যদিকে, রাতে বাবার মুখাগ্নি করে সকালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন মালদহের পড়ুয়া। স্কুল ইউনিফর্ম নয়, বাবার মুখাগ্নি করে লালপাড় সাদা শাড়ি পড়ে কুশের উপর বসে সংস্কৃত পরীক্ষা দিলেন জুঁই। রবিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা। তিন বোনের মধ্যে বড় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী জুঁই, তাই তাকেই বাবার মুখাগ্নি করতে হয়। বাবাকে হারানোর শোক সামলে, মনের জোর আর ইচ্ছাশক্তির বলে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের সংস্কৃতি পরীক্ষা দিলেন মালদহের হবিপুর থানার আইহো হাই স্কুলের ছাত্রী জুঁই মন্ডল।
আরও পড়ুন: গঙ্গাসাগরের বেনুবনে প্রচণ্ড ঢেউয়ের দাপট, ডুবে গেল বালি বোঝাই ট্রলার
এই পরিস্থিতিতে জুঁইয়ের পাশে দাঁড়িয়েছেন পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আইহো হাইস্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র বলেন, '' খুব দুঃখজনক ঘটনা। তবে এমন দুঃখের দিনেও আমাদের স্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছেন, এর জন্য তাঁকে অভিনন্দন জানাই। জীবনে অনেক দুঃখ কষ্ট আসবে, কিন্তু সমস্ত কিছুকে সামলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা স্কুলের পক্ষ থেকে জুঁইয়ের পাশে আছি।''