পূর্ব বর্ধমান জেলার রায়না থানা এলাকার বাসিন্দা বুবাই বাগ, পেশায় ছিলেন গাড়ির চালক। পরিবারের রয়েছে মা, বাবা,স্ত্রী ও মেয়ে তার উপার্জনের টাকায় হেসে খেলে চলত সংসার। হঠাৎ ঘটে ছন্দপতন, টায়ার বাস্ট করে গাড়ি উল্টে আহত হলেন তিনি, বাদ যায় একটি হাত। বন্ধ হয়ে যায় গাড়ি চালানোর কাজ কিন্তু পরিবারের জন্য ঘুরে দাঁড়াতেই হবে তাকে তাই বছর দুয়েক পর মেয়ের কথা চিন্তা করে নতুন করে শুরু করেন লড়াই। সেহারাবাজার এলাকায় খুলেন একটি চায়ের দোকান।
advertisement
বর্তমানে এই চায়ের দোকান করেই চলছে তার সংসার। বুবাই বাগ বলেন, ‘‘আজ থেকে প্রায় ১১ বছর আগে একটি দুর্ঘটনায় আমার হাত চলে যায়৷ বাড়িতে বাবা, মা, স্ত্রী আর একটি মেয়ে কীভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছিলাম না। বছর দুয়েক পর মনের জোর নিয়ে একটি চায়ের দোকান করি।এখন এখান থেকে যা উপার্জন করি তাতে চলে যায়।পাশাপাশি তিনি আরও বলেন মনের জোর থাকলে সব কিছু করা সম্ভব।’’
মানুষের সব কিছু হারানোর পরেও যদি মনের জোর থাকে, তবে সমস্ত কিছু করা সম্ভব তা প্রমাণ করেছেন বুবাই।অদম্য ইচ্ছাশক্তিই আসল শক্তি, যার কাছে কোনো প্রতিবন্ধকতাই শেষ কথা নয়। তার এই হার না মানা জীবনযুদ্ধকে স্যালুট জানিয়েছেন সকলে।





