প্রসঙ্গত আজ থেকে প্রায় ২৫ বছর আগে, ২০০০ সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই হারের বদলা ৯ মার্চ সম্পন্ন হল৷ তাতে লেগে রইল মা তারার আশীর্বাদও৷
advertisement
তবে সেবারে ভারত পরাজিত হয়। ট্রফি তোলেন কিউয়িরা।ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের বদলার ভারই যেন আজ রোহিত ও বিরাটদের কাঁধে। নাইরোবির সেই ফাইনালে ব্যাটে ঝড় তুলেছিলেন সৌরভ। একেবারে ‘পিক ফর্ম’ যাকে বলে- ১১৯ রান করেন। অন্য়দিকে সচিন তেন্ডুলকরও সেই ম্যাচে ৬৯ রান করেন। ভারতীয় দল ২৬৪/৬-এর বেশ ভালই স্কোর তুলেছিল।
এরপরে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয়বারের নিউজিল্যান্ডের কাছে ভারত ধাক্কা খায়।
ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড তৃতীয়বারের মত ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দেয়।সেই ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।তারপরেই ২০২১ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে, ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায়।ফলে এক কথায় এটা খুব স্পষ্ট যে আইসিসি-র টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্মৃতি খুব একটা সুখকর নয়।
এই সব পুরনো ম্যাচের বদলা নেওয়ার দিন
তারাপীঠ মা তারার মন্দিরে ভারতীয় দলের হয়ে পূজো দিয়ে তারাপীঠ আগত পর্যটক এবং তারাপীঠ মন্দিরের আগত সেবায়েত জানান আজকের ভারতের জয় নিশ্চিত করতে মা তারার কাছে সকলে প্রার্থনা করেন এবং তারা আশাবাদী আজ ভারতীয় দল সাফল্যতা অর্জন করবেন।
Souvik Roy





